Daffodil International University

Entertainment & Discussions => Sports Zone => Cricket => Topic started by: habib on July 11, 2015, 09:55:34 AM

Title: ওয়ানডে অভিষেকে হ্যাটট্রিক
Post by: habib on July 11, 2015, 09:55:34 AM
ওয়ানডে অভিষেকে হ্যাটট্রিক


তাইজুল ইসলাম
বাংলাদেশ-জিম্বাবুয়ে
মিরপুর ২০১৪
টেন্ডাই চাতারা, জন নিয়ুম্বু, তিনাশে পানিয়াঙ্গারা
কাগিসো রাবাদা
দ. আফ্রিকা-বাংলাদেশ
মিরপুর ২০১৫
তামিম ইকবাল, লিটন দাস, মাহমুদউল্লাহ

বাংলাদেশের বিপক্ষে হ্যাটট্রিক
চামিন্ডা ভাস
শ্রীলঙ্কা
পিটারমারিজবার্গ
২০০৩
হান্নান সরকার, মোহাম্মদ আশরাফুল, এহসানুল হক
কাগিসো রাবাদা
দ. আফ্রিকা
মিরপুর
২০১৫
তামিম ইকবাল, লিটন দাস, মাহমুদউল্লাহ

অভিষেকে ৫ উইকেট
ম্যাচ ভেন্যু সাল
৬/১৬ কাগিসো রাবাদা দক্ষিণ আফ্রিকা-বাংলাদেশ মিরপুর ২০১৫
৬/২২ ফিদেল এডওয়ার্ডস ওয়েস্ট ইন্ডিজ-জিম্বাবুয়ে হারারে ২০০৩
৫/২১ টনি ডডেমেইড অস্ট্রেলিয়া-শ্রীলঙ্কা পার্থ ১৯৮৮
৫/২৬ শল কারনাইন শ্রীলঙ্কা-নিউজিল্যান্ড মোরাতুয়া ১৯৮৪
৫/২৭ অস্টিন কডরিংটন কানাডা-বাংলাদেশ ডারবান ২০০৩
৫/২৮ তাসকিন আহমেদ বাংলাদেশ-ভারত মিরপুর ২০১৪
৫/২৯ অ্যালান ডোনাল্ড দক্ষিণ আফ্রিকা-ভারত কলকাতা ১৯৯১
৫/৩০ ব্রায়ান ভিটরি জিম্বাবুয়ে-বাংলাদেশ হারারে ২০১১
৫/৪৬ ক্রেগ ইয়াং আয়ারল্যান্ড-স্কটল্যান্ড ডাবলিন ২০১৪
৫/৫০ মুস্তাফিজুর রহমান বাংলাদেশ-ভারত মিরপুর ২০১৫
৫/৬৭ চারিথা বুদ্ধিকা শ্রীলঙ্কা-জিম্বাবুয়ে শারজা ২০০১

৬/১৬
ওয়ানডেতে দক্ষিণ আফ্রিকার সেরা বোলিং এখন রাবাদার। এর আগে ২০০৬ সালে অস্ট্রেলিয়ার বিপক্ষে ২২ রানে ৬ উইকেট নিয়েছিলেন
মাখায়া এনটিনি।

দ্বিতীয় দক্ষিণ আফ্রিকান হিসেবে ওয়ানডে অভিষেকে ৫ উইকেট নিলেন রাবাদা। ১৯৯১ সালে কলকাতার ইডেন গার্ডেনে দক্ষিণ আফ্রিকার প্রথম ওয়ানডেতে ভারতের বিপক্ষে ৫ উইকেট নিয়েছিলেন অ্যালান ডোনাল্ড।

Source: http://www.prothom-alo.com/sports/article/575257/
             জুলাই ১১, ২০১৫
Title: Re: ওয়ানডে অভিষেকে হ্যাটট্রিক
Post by: Shahriar Mohammad Kamal on July 11, 2015, 10:41:28 AM
Great upset for Bangladeshi supporters.