Daffodil International University

Faculties and Departments => Faculty Sections => Topic started by: Tasmia Tasrin on July 11, 2015, 12:42:27 PM

Title: লিংক ক্লিকে চার্জ বাড়াল ফেইসবুক
Post by: Tasmia Tasrin on July 11, 2015, 12:42:27 PM


ইতোপূর্বে, ফেইসবুকে লাইক, শেয়ার কিংবা কমেন্টসের মত অনসাইট অ্যাকশন এবং লিংক ক্লিকের মাধ্যমে অন্য এক্সটারনাল ওয়েবসাইট বা অ্যাপ ব্যবহার করলে সিপিসি রেট একই ছিল বলে জানিয়েছে প্রযুক্তিবিষয়ক ওয়েবসাইট টেকক্রাঞ্চ।

ফেইসবুকের বরাত দিয়ে টেকক্রাঞ্চ জানিয়েছে, এখন থেকে লিংক ক্লিকের ক্ষেত্রে ভিন্ন নীতিমালা অনুসরণ করা হবে। এর ফলে থার্ড পার্টি অ্যাপ এবং এক্সটারনাল অ্যাড ক্লিকের ক্ষেত্রে সিপিসি রেট বাড়ান হবে।

তাই এখন থেকে ফেইসবুক থেকে এক্সটারনাল কোন সাইটে ক্লিকের জন্য বেশি পরিমাণ অর্থ চার্জ করা হবে।

অন্যদিকে, ফেইসবুক থেকে বিভিন্ন অনসাইট অ্যাকশন যেমন কমেন্ট, লাইক বা শেয়ারের ক্ষেত্রে তুলনামূলক কম অর্থ চার্জ করা হতে পারে।

ফেইসবুকের বরাত দিয়ে টেকক্রাঞ্চ জানিয়েছে, এই পরিবর্তনের ফলে বিজ্ঞাপনদাতারা তাদের বিজ্ঞাপন গ্রাহকমহলে কেমন প্রভাব ফেলেছে তা সহজে বুঝতে পারবেন।

বিজ্ঞাপনদাতারা আগের মতই লাইক, শেয়ার বা কমেন্টের জন্য ক্লিকস ক্রয় করতে পারবেন।