Daffodil International University

Faculties and Departments => Faculty Sections => Topic started by: farihajaigirdar on July 11, 2015, 03:42:04 PM

Title: মাংস খাওয়া ছেড়ে দিলে ঘটবে যে ৬ পরিবর্তন
Post by: farihajaigirdar on July 11, 2015, 03:42:04 PM
মানুষের খাদ্যাভ্যাসকে সাধারণত দুই ভাগে ভাগ করা হয়। একদল আমিষ বা মাংসভােজী এবং আরেকদল নিরামিষভোজী। মাংস না খেয়েও নিরামিষভোজীরা বেশ স্বাভাবিক এবং সুস্থ জীবনযাপন করেন।

কিন্তু কোন আমিষভোজী ব্যক্তি যদি হঠাৎ করেই মাংস খাওয়া ছেড়ে দেন তার শরীরে কিছু পরিবর্তন ঘটে। যদিও তা বড় পরিবর্তন বা শারীরিক খুব ক্ষতি করে তা নয়।

কিছু ওজন কমতে পারে
জর্জ ওয়াশিংটন ইউনিভার্সিটির মেডিসিন প্রফেসর নীল বারনারড একটি গবেষণা করে দেখেন, উদ্ভিদের উপর নির্ভরশীল খাদ্যাভ্যাস মানুষের ওজন ঠিক রাখতে সাহায্য করে। Journal of the Academy of Nutrition and Dietetics এ প্রকাশিত তার এ গবেষণায় তিনি বলেন, মাংস খাওয়া ছেড়ে দিলে মানুষের গড়ে ৭.৫ পাউন্ড ওজন কমে।

হজমে পরিবর্তন ঘটতে পারে
মানুষের পাকস্থলীতে মাংস এবং সবজি উভয় পরিপাক করার জন্যই ভিন্ন ভিন্ন এনজাইম থাকে। মাংস খাওয়া বন্ধ করে দিলে মানুষের পেটের ভেতরে বসবাসকৃত ব্যাকটেরিয়াগুলোর আচরণে পরিবর্তন আসে। পাকস্থলীতে কিছু উপকারী ব্যাকটেরিয়া জন্মায়। একই সাথে নতুন ধরণের খাবারের জন্য পেটে গ্যাস জমা হতে পারে।

হৃদরোগের ঝুঁকি কমতে পারে
একই ধরণের জীবনযাপন করা ৭৬ হাজার নারী ও পুরুষ যাদের অর্ধেক নিরামিষভোজী এবং বাকিরা মাংসাশী, এদের উপর গবেষণা চালিয়ে দেখা যায়, নিরামিষভোজীদের হৃদরোগের ঝুঁকি ২৪ শতাংশ কম।

মুখের স্বাদ কমে যেতে পারে
জিংক মানুষের দেহের বিভিন্ন কর্ম সম্পাদন করে যা মাংস থেকে পাওয়া যায়। একইভাবে বিভিন্ন খনিজ পদার্থ (যেগুলো রেড মিটে প্রচুর পরিমাণে থাকে) মানুষের স্বাদ গ্রহণ এবং শ্রবণে সাহায্য করে। মাংস না খেলে তাই মানুষের স্বাদের অনুভূতি কমে যেতে পারে। যারা মাংস খায় না তাদের জিংকের চাহিদা অন্যদের চেয়ে ৫০ শতাংশ বেশি থাকে।

পেশীর ক্ষতি হতে পারে
মানুষের পেশীর গঠন এবং শরীরে পর্যাপ্ত শক্তির জন্য প্রাণীজ আমিষ খুবই প্রয়োজন। মাংস না খেলে সেই আমিষে ঘাটতি দেখা দিতে পারে। এর ফলে শরীরের শক্তি কমে যেতে পারে এবং পেশীর ক্ষতি হলে তা পুনরুদ্ধারে সময় বেশি লাগতে পারে।

ভিটামিন সাপ্লিমেন্ট দরকার পড়তে পারে
আয়রন, ক্যালসিয়াম, ভিটামিন বি-১২ মানুষের স্নায়ুর কাজ করার জন্য প্রয়োজন। কিন্তু মাংসের অভাবে শরীর সেসব কাজ স্বাভাবিকভাবে সম্পাদন করতে পারে না। তাই এসব পুষ্টির ঘাটতি পূরণ করার জন্য কারও কারও সামান্য ভিটামিন সাপ্লিমেন্ট প্রয়োজন হতে পারে।
Title: Re: মাংস খাওয়া ছেড়ে দিলে ঘটবে যে ৬ পরিবর্তন
Post by: Ms Jebun Naher Sikta on July 14, 2015, 04:20:18 PM
informative.....thanks
Title: Re: মাংস খাওয়া ছেড়ে দিলে ঘটবে যে ৬ পরিবর্তন
Post by: Md. Al-Amin on July 16, 2015, 10:42:54 AM
Helpful for vegitarians.............
Title: Re: মাংস খাওয়া ছেড়ে দিলে ঘটবে যে ৬ পরিবর্তন
Post by: mostafiz.eee on July 16, 2015, 11:32:23 AM
 :) :)
Title: Re: মাংস খাওয়া ছেড়ে দিলে ঘটবে যে ৬ পরিবর্তন
Post by: Mashud on July 21, 2015, 02:21:31 PM
sharing with you.
Title: Re: মাংস খাওয়া ছেড়ে দিলে ঘটবে যে ৬ পরিবর্তন
Post by: Mousumi Rahaman on January 06, 2016, 03:00:24 PM
thanks for posting:)
Title: Re: মাংস খাওয়া ছেড়ে দিলে ঘটবে যে ৬ পরিবর্তন
Post by: Shahrear.ns on February 01, 2016, 05:55:42 PM
আমি তেমন কিছু খেতে পারিনা,,, খাওয়ার মধ্যে মাংসটাই একটু খাই....  :P  :P
Title: Re: মাংস খাওয়া ছেড়ে দিলে ঘটবে যে ৬ পরিবর্তন
Post by: afrin.ns on February 04, 2016, 11:38:02 AM
very informative....
Title: Re: মাংস খাওয়া ছেড়ে দিলে ঘটবে যে ৬ পরিবর্তন
Post by: myforum2015 on February 07, 2016, 05:29:43 PM
"মানুষের পেশীর গঠন এবং শরীরে পর্যাপ্ত শক্তির জন্য প্রাণীজ আমিষ খুবই প্রয়োজন। মাংস না খেলে সেই আমিষে ঘাটতি দেখা দিতে পারে। এর ফলে শরীরের শক্তি কমে যেতে পারে এবং পেশীর ক্ষতি হলে তা পুনরুদ্ধারে সময় বেশি লাগতে পারে।"
Thanks.
Title: Re: মাংস খাওয়া ছেড়ে দিলে ঘটবে যে ৬ পরিবর্তন
Post by: Narayan on February 08, 2016, 10:46:03 PM
যত কিছুই ঘটুক মাংস ছাড়া যাবে না...। :P