Daffodil International University

General Category => Common Forum => Topic started by: sharifmajumdar on July 12, 2015, 12:09:38 AM

Title: অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং পিএইচপি বাংলা বই
Post by: sharifmajumdar on July 12, 2015, 12:09:38 AM
আউটসোর্সিং কিংবা অনলাইন মার্কেটে ওয়েব ডেভলপিং এর অনেক ডিম্যান্ড আছে। এক জন ভালো মানের ওয়েব ডেভলপারকে কখনো কাজের জন্য বসে থাকতে হয় না, বা কাজ খোজা লাগে না। আর ভালো মানের এক জন ওয়েব ডেভলপার হতে হলে ওয়েব প্রোগ্রামিং এ বেশ ভালো দক্ষতা থাকা দরকার, যা খুবই সহজ। পিএইচপি, এমনি একটা প্রোগ্রামিং ল্যাংগুয়েজ। কিন্তু আমরা কয় জন আছি এই পিএইচপি এক্সপার্ট? সারাদিন কত সাইট তো ভিজিট করেন, কখনো কি ভেবেছেন, এই সাইট কি ভাবে বানানো হয়েছে?আপনি কি পিএইচপি এক্সপার্ট হতে চান?আজ আপনাদের পিএইচপি বিষয়ক একটি বাংলা বইয়ের সাথে পরিচয় করে দিচ্ছি। যেখান থেকে আপনি দুইটি সুবিধা পাবেন, এক নিজেকে এক জন পিএইচপি এক্সপার্ট বানাতে পারবেন, আর অন্যদের কে এক্সপার্ট হতে সাহায্য করবেন।

বই পরিচিতি - বর্তমান সময়ে পিএইচপি ডেভেলপারদের জন্য এবং পিএইচপি ভিত্তিক ফ্রেমওয়ার্ক ও সিএমএস গুলো শেখার জন্য অবজেক্ট ওরিয়েন্টেড পিএইচপি অত্যাবশ্যক। সহজ ভাষায় অবজেক্ট ওরিয়েন্টেডদের কনসেপ্ট বুঝার জন্য, বুকবিডি সিরিজের সম্পাদনায় অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং বইটি বাজারে পাওয়া যাচ্ছে। ফ্রি অংশ ডাউনলোড করতে পারেন www.bookbd.info থেকে। বইটির সাথে একটি ফ্রি সিডি রয়েছে।


বইটির বৈশিষ্ট্য- বইটি পড়তে পূর্বের কোন অবজেক্ট ওরিয়েন্ট এর জ্ঞান প্রয়োজন নেই। এই বইয়ে পিএইচপিতে অবজেক্ট ওরিয়েন্টেড এর প্রয়োগ, মাইএসকিউল ভিত্তিক ওয়েব অ্যাপ্লিকেশন তৈরি করা দেখানো হয়েছে। এছাড়াও বিশদভাবে আলোচনা করা হয়েছে কনস্ট্রাকটর, ইনহেরিটেন্স, পলিমরফিজম, এনক্যাপসুলেশন, অ্যাবস্ট্রাক এবং ইন্টারফেইস ইত্যাদি বিষয়গুলো। বইটি জব ওরিয়েন্টেড এবং বিশ্ববিদ্যালয়ের সিলেবাস অনুযায়ী প্রণীত।

বইয়ের নাম- অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং পিএইচপি

রচনা ও সম্পাদনায়ঃ বুকবিডি সিরিজ

প্রকাশনায়ঃ জ্ঞানকোষ প্রকাশনী

মূল্যঃ ৩৭০ টাকা

Source: www.dailyictnews.com
Title: Re: অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং পিএইচপি বাংলা বই
Post by: fahad.faisal on January 29, 2018, 10:47:11 PM
Thanks a lot for the informative post.