Daffodil International University

IT Help Desk => IT Forum => Topic started by: shawket on July 16, 2015, 09:36:22 AM

Title: উইন্ডোজের টুকটাক সমাধান
Post by: shawket on July 16, 2015, 09:36:22 AM
উইন্ডোজের টুকটাক সমাধান

কম্পিউটারের সাধারণ কিছু কাজ অনেক সময় বেশ উপকারে আসে। এমন কিছু সাধারণ কৌশল দেওয়া হলো, যা প্রয়োগ করলে কম্পিউটারের খুঁটিনাটি সমস্যা দূর করা যায়।

কম্পিউটার চালু না হলে
কখনো কম্পিউটার চালু না হলে উইন্ডোজ অপারেটিং সিস্টেমের সেফ মুড থেকে চালু (বুট) করা যায়। এ জন্য কম্পিউটার চালু করার বোতাম চেপে F8 চাপুন। তালিকা থেকে Last Known Good Configuration নির্বাচন করে আগে ভালো থাকা উইন্ডোজকে ফিরিয়ে আনা যাবে।

কম্পিউটারে বুট সমস্যা হলে Windows Startup Repair চেপে তা ঠিক করা যায়। এটি স্টার্ট-আপ (চালু হওয়া) সমস্যা দূর করে কম্পিউটারকে আবার চালু করবে।

সিস্টেম রিস্টোর পয়েন্ট
কম্পিউটার চালাতে গিয়ে অনেক ধরনের সমস্যা দেখা দিতে পারে, ভালো থাকা অবস্থায় সিস্টেম রিস্টোর পয়েন্ট তৈরি করে রাখলে প্রয়োজনে তা কাজে লাগানো যাবে। এ জন্য Start Menu থেকে Accessories-এ যান। System Tools থেকে System Restore-এ ক্লিক করে খুলুন। আবার উইন্ডোজ সাত বা আটের স্টার্ট মেনুতে rstrui.exe লিখে এন্টার করতে পারেন। সিস্টেম রিস্টোর খুলে গেলে Next চেপে কিছুক্ষণ অপেক্ষা করুন। পরের ধাপে Finish চাপলে নতুন সিস্টেম পয়েন্ট তৈরি হবে। ভবিষ্যতে উইন্ডোজের যেকোনো সমস্যায় তৈরি থাকা সিস্টেম রিস্টোর পয়েন্ট থেকে উইন্ডোজকে ফিরিয়ে আনা যাবে।

সিস্টেম ফাইল চেকার
কম্পিউটারের সিস্টেমে কোনো সমস্যা তৈরি হলে সিস্টেম ফাইল চেকার ব্যবহার করে সমস্যার সমাধান করা যায়। সাধারণত কম্পিউটারের কোনো ফাইল প্রতিস্থাপিত (রিপ্লেস) হলে বা ক্ষতিগ্রস্ত কিংবা নষ্ট হলে ভালো ফাইল দিয়ে সিস্টেম ফাইল চেকার সেটি দূর করে।

এ জন্য স্টার্ট মেনুতে গিয়ে cmd লিখুন। Command Prompt এলে তাতে ডান ক্লিক করে Run as administrator চেপে খুলুন। এবার কমান্ড প্রম্পটে sfc/scannow লিখে এন্টার করুন। কিছুক্ষণ সময় নিয়ে রিপোর্টের মাধ্যমে কম্পিউটারে কোনো সমস্যা বা ক্ষতিগ্রস্ত কিংবা নষ্ট ফাইল থাকলে ঠিক করে তা জানিয়ে দেবে।

অপ্রয়োজনীয় সফটওয়্যার মুছুন
কম্পিউটারের কন্ট্রোল প্যানেল চালু করে ইনস্টল থাকা প্রোগ্রামগুলো চেক করে নিন। যদি অনাকাঙ্ক্ষিত বা অব্যবহৃত সফটওয়্যার থাকে তাহলে সেটি মুছে ফেলাই উত্তম।

মো. রাকিবুল হাসান

Source: www.prothom-alo.com/technology/article/579067/উইন্ডোজের-টুকটাক-সমাধান
Title: Re: উইন্ডোজের টুকটাক সমাধান
Post by: mostafiz.eee on July 16, 2015, 11:32:57 AM
Nice post.