Daffodil International University
Help & Support => Common Forum/Request/Suggestions => Topic started by: subrata.ns on July 16, 2015, 10:34:51 AM
-
৫৬তম আন্তর্জাতিক গণিত অলিম্পিয়াডে বাংলাদেশ দলগতভাবে দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে শীর্ষ স্থানে রয়েছে। ময়মনসিংহের আনন্দ মোহন কলেজের সানজিদ আনোয়ারের রৌপ্য এবং আদিব হাসান, আসিফ-ই-এলাহী, সাব্বির রহমান ও সাজিদ আকতারের ব্রোঞ্জপদক পাওয়ার মাধ্যমে শেষ হলো বাংলাদেশের এ বছরের আন্তর্জাতিক গণিত অলিম্পিয়াড (আইএমও) মিশন। এ ছাড়া এম নাঈমুল ইসলাম পেয়েছে সম্মানজনক স্বীকৃতি।
এবার মোট ৯৭ নম্বর পেয়েছে বাংলাদেশ দল। আইএমওতে টানা ১১ বার অংশগ্রহণে বাংলাদেশের পাওয়া এটাই সর্বোচ্চ নম্বর। ১১৪টি দেশের মধ্যে বাংলাদেশের অবস্থান ৩৩তম। ভারতের অবস্থান ৩৭তম। মোট ১৮৫ নম্বর পেয়ে শীর্ষস্থানে রয়েছে যুক্তরাষ্ট্র। এরপরে চীন, দক্ষিণ ও উত্তর কোরিয়া।
-
math for solution
-
Hmm.