Daffodil International University

Faculty of Allied Health Sciences => Public Health => Topic started by: sadiur Rahman on July 21, 2015, 01:22:57 AM

Title: ইঞ্জেকশনে ভয় পাওয়ার দিন শেষ!
Post by: sadiur Rahman on July 21, 2015, 01:22:57 AM
ইঞ্জেকশনে ভয় পান? আর ভয় নেই। সূচের দিন শেষ হতে চলেছে অচিরেই। গবেষকরা এমনই ব্যবস্থা আনতে চলেছেন, যাতে সূচ ছাড়াও শরীরে কোনো ভ্যাক্সিন ইনজেক্ট করা যাবে।
চামড়ার মধ্যে শরীরে ঢুকে যাবে ওষুধ। আঙুলে লাগিয়ে দেয়া হবে ছোট জিনিস, যা নিজে থেকেই অবলুপ্ত হয়ে যাবে। এর ফলে ইঞ্জেকশনে থেকে রোগ ছড়ানোর আশঙ্কাও কমবে বলে মনে করছেন চিকিৎসকরা।
গবেষকরা জানিয়েছেন, সূচের মাধ্যমে যেভাবে শরীরে ওষুধ ঢোকে, সেভাবেই ঢুকবে এই পদ্ধতিতেও। কাজও হবে একইরকম। আরো ভালো কাজ হবে বলেও মনে করছেন ওসাকা ইউনিভার্সিটির গবেষক প্রফেসর নাকাগাওয়া।
এর আগে সিলিকন দিয়ে মাইক্রো নিডল তৈরির চেষ্টা করা হয়েছিল। কিন্তু, সেই প্রচেষ্টা সফল হয়নি।

Source: http://www.dailynayadiganta.com/detail/news/39158
Title: Re: ইঞ্জেকশনে ভয় পাওয়ার দিন শেষ!
Post by: mostafiz.eee on July 22, 2015, 12:10:11 PM
Good.
Title: Re: ইঞ্জেকশনে ভয় পাওয়ার দিন শেষ!
Post by: asitrony on July 24, 2015, 04:18:28 PM
Wow!

Good news.

Thanks
Asit ghosh
Senior Lecturer, TE