Daffodil International University

Entertainment & Discussions => Sports Zone => Cricket => Topic started by: roman on July 21, 2015, 12:13:52 PM

Title: টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রথম রাউন্ডে বাংলাদেশের সঙ্গী আয়ারল্যান্ড
Post by: roman on July 21, 2015, 12:13:52 PM

আগামী বছরের টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রথম রাউন্ড বা বাছাইপর্বে বাংলাদেশ ও জিম্বাবুয়ের সঙ্গে খেলার টিকেট পেয়েছে আয়ারল্যান্ড ও স্কটল্যান্ড।


২০১৬ সালে ভারতে হতে যাওয়া এই টুর্নামেন্টের কোয়ালিফায়ারে ‘এ’ গ্রুপের চ্যাম্পিয়ন হয়ে এ যোগ্যতা অর্জন করে আইরিশরা। গ্রুপ পর্বে ৬ ম্যাচের ৪টি জিতে ৮ পয়েন্ট পায় তারা।

এর আগে ‘বি’ গ্রুপে চ্যাম্পিয়ন হয়ে বিশ্বকাপের প্রথম রাউন্ডে খেলার টিকেট পায় স্কটল্যান্ড। গ্রুপ পর্বের ৪টি ম্যাচ জেতে তারা।

গত রোববার ডাবলিনে গ্রুপ পর্বের শেষ ম্যাচে জার্সিকে ৭ উইকেটে হারায় আয়ারল্যান্ড।

টি-টোয়েন্টি বিশ্বকাপের বাকি চারটি জায়গার জন্য প্লে-অফ খেলবে হংকং, নামিবিয়া, পাপুয়া নিউ গিনি, নেদারল্যান্ডস, আফগানিস্তান ও ওমান।

১৬ দলের টি-টোয়েন্টি বিশ্বকাপে সরাসরি মূল পর্বে খেলার টিকেট পায় আইসিসির পূর্ণ সদস্য ১০টি দেশ। তবে এই ১০ দেশের মধ্যে টি-টোয়েন্টি র‌্যাঙ্কিংয়ের শীর্ষ আটটি দেশ আবার সরাসরি টুর্নামেন্টের দ্বিতীয় পর্ব বা সুপার টেনে খেলবে।

বাকি দুই দল বাংলাদেশ ও জিম্বাবুয়েকে খেলতে হবে কোয়ালিফায়ার উতরে আসা ছয়টি দলের সঙ্গে প্রথম রাউন্ড বা বাছাইপর্বে। প্রথম রাউন্ড থেকে শীর্ষ দুই দল সুপার টেনে খেলার সুযোগ পাবে।

আগামী বছরের ১১ মার্চ শুরু হতে যাওয়া টি-টোয়েন্টি বিশ্বকাপ শেষ হবে ৩ এপ্রিল।

স্পোর্টস ডেস্ক,  বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Title: Re: টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রথম রাউন্ডে বাংলাদেশের সঙ্গী আয়ারল্যান্ড
Post by: asitrony on July 22, 2015, 12:31:08 PM
Good news for Bangladesh!

Cheers!

Hope we'll win!
Go ahead Bangladesh!

Asit Ghosh
Senior Lecturer, TE