Daffodil International University

Faculty of Allied Health Sciences => Pharmacy => Topic started by: Ferdous Khan on July 21, 2015, 08:24:50 PM

Title: কোরিয়ায় ফ্রি পড়াশোনা, মাসে পাবেন ৭৮ হাজার টাকা!
Post by: Ferdous Khan on July 21, 2015, 08:24:50 PM
কোরিয়ায় ফ্রি পড়াশোনা করতে চান? মাসে মাসে পাবেন ৬৩ হাজার টাকা। পাবেন আবাসন ভাতা ও চিকিৎসা ভাতা হিসেবে আরো ১৫ হাজার ৪শ টাকা। পড়াশোনাও ফ্রি। এমন সুযোগ কি আর মিস করা যায় বলুন।

হ্যাঁ পাঠক গ্লোবাল কোরিয়া স্কলারশিপ-২০১৫ দিচ্ছে আপনাকে সেই সুযোগ। একবছর কোরিয়ান ভাষা শিক্ষা+দুই বছরের জন্য মাস্টার্স, একবছর কোরিয়ান ভাষা শিক্ষা+৩ বছরের জন্য পিএইচডি ও এক বছর গবেষণার সুযোগ পাবেন ওই স্কলারশিপ পেলে। তবে গবেষণা করতে গেলে কোরিয়ান ভাষা শিক্ষার কোন কোর্স লাগবে না। আবেদন শুরু করে দিন এখনই। আবেদন করার শেষ সময় চলতি বছরের ১০ মার্চ। শিক্ষা মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
আবেদনের যোগ্যতা:
* আবেদনকারী কোরিয়ার নাগরিক হওয়া চলবে না ।
* প্রার্থীকে সুস্বাস্থ্যের অধিকারী ও মানসিক ও শারিরীক ভাবে সুস্থ হতে হবে । এ ক্ষেত্রে আবেদনপত্রের সাথে পার্সোনাল এসেসমেন্ট ফর্ম ও মেডিকেল রিপোর্ট জমা দিতে হবে ।
* ১ সেপ্টেম্বর ২০১৫ তে আবেদনকারীর বয়স ৪০ বছরের নীচে হতে হবে।
* আবেদনকারীর ব্যাচেলর অথবা মাস্টার্স ডিগ্রি থাকতে হবে।
* আবেদনকারীর সিজিপিএ ন্যুনতম ২.৬৪ থাকতে হবে ।
* যে সকল প্রার্থীর কোরিয়ান ও ইংরেজী ভাষায় ভালো দক্ষতা আছে, তাদেরকে অগ্রাধিকার দেওয়া হবে ।
* উন্নয়নশীল দেশের বিশ্ববিদ্যালয় শিক্ষকদেরকে অগ্রাধিকার দেওয়া হবে ।
বৃত্তিতে যা পাবেন:
* রাউন্ড ট্রিপ ইকোনমি ক্লাস টিকেট
* সকল ধরনের সেশন ফি ফ্রি।
* মাসিক ভাতা-৯০০,০০০ কোরিয়ান ওন= ৬৩ হাজার ৮১ টাকা
* আবাসন ভাতা- মাসিক ২০০,০০০ কোরিয়ান ওন= ১৪ হাজার ১৮ টাকা
* চিকিৎসা ভাতা- মাসিক ২০,০০০ কোরিয়ান ওন= ১৪শ টাকা
korea
আবেদন করবেন যেভাবে:
আবেদন কারীকে সরাসরি কোরিয়ান দূতাবাসে গিয়ে প্রয়োজনীয় কাগজপত্রসহ আবেদনপত্র জমা দিতে হবে। সকল কাগজপত্রের এক কপি মূল ও আরো পাঁচ কপি ফটোকপি ভিন্ন ভিন্ন খামে জমা দিতে হবে ।
আবেদনপত্রের সঙ্গে যা সংযুক্ত করতে হবে:
* পার্সোনাল ডাটা
* সেল্ফ ইন্ট্রোডাকশন
* স্টাডি প্লান
* রিসার্চ প্রোপোজাল
* রিকমেন্ডেশন লেটার
* প্লেজ
* পার্সোনাল মেডিকেল এসেসমেন্ট সার্টিফিকেট
* সকল সনদপত্র
* সকল নম্বর পত্র
* পাসপোর্টের ফটোকপি
যা মনে রাখবেন:
জমাকৃত কাগজপত্র কোন অবস্থাতেই আর প্রার্থীকে ফেরত দেওয়া হবে না । অসম্পূর্ণ কাগজপত্র আবেদন পত্র বাতিলের অন্যতম কারণ হিসেবে বিবেচিত হবে। আবেদনপত্র বিবেচিত হলে দূতাবাসে প্রথম নির্বাচনী পরীক্ষা অনুষ্ঠিত হবে। পরবর্তীতে পর্যায়ক্রমে আরো কয়েকটি পরীক্ষা অনুষ্ঠিত হবে।
উল্লেখ্য, শিক্ষার আন্তর্জাতিকীকরণ ও বিভিন্ন দেশের মধ্যে পারস্পরিক সম্পর্ক বৃদ্ধির জন্য কোরিয়া সরকার বিশ্বের বিভিন্ন দেশের ৮২০ জন প্রার্থীকে এ বৃত্তি প্রদান করে থাকে। কোরিয়ার ৬৬ টি বিশ্ববিদ্যালয়ের মাধ্যমে এ বৃত্তি দেয়া হয় ।

Link: http://news.zoombangla.com/%E0%A6%95%E0%A7%8B%E0%A6%B0%E0%A6%BF%E0%A7%9F%E0%A6%BE%E0%A7%9F-%E0%A6%AB%E0%A7%8D%E0%A6%B0%E0%A6%BF-%E0%A6%AA%E0%A7%9C%E0%A6%BE%E0%A6%B6%E0%A7%8B%E0%A6%A8%E0%A6%BE-%E0%A6%AE%E0%A6%BE%E0%A6%B8/?utm_source=facebook.com&utm_medium=social&utm_campaign=Postcron.com
Title: Re: কোরিয়ায় ফ্রি পড়াশোনা, মাসে পাবেন ৭৮ হাজার টাকা!
Post by: mostafiz.eee on July 22, 2015, 11:20:03 AM
Good to know.