Daffodil International University

Faculty of Engineering => EEE => Topic started by: mostafiz.eee on July 22, 2015, 11:32:10 AM

Title: প্যারাসুটের আবিষ্কারক ফ্রেঞ্জ রিচেল্ট
Post by: mostafiz.eee on July 22, 2015, 11:32:10 AM
ফ্রেঞ্জ রিচেল্ট অস্ট্রিয়ায় জন্ম হওয়া ফরাসী দর্জি যাকে প্যারাসুটের আবিষ্কারক এবং পথিকৃৎ মনে করা হয় এবং তিনি উড়ন্ত দর্জি উপনামে অভিহিত হয়েছিলেন । রিচেল্ট একটা স্যুট এর ওপর কাজ করছিলেন যেটা বৈমানিকদের জন্য একটা প্যারসুট হিসেবে কাজ করবে যখন তারা বিমান থেকে লাফিয়ে পরবেন । তার নিজ বাসভবনের পাঁচতলা থেকে  প্যারসুট দিযে সফলভাবে ভুমিতে অবতরণ তাকে তার নতুন আবিস্কারের প্রতি আস্থা স্থাপনে উৎসাহিত  করে এবং তিনি আইফেল টাওয়ার থেকে লাফিয়ে পড়েন । তার এ মুক্ত পতনের সময় স্যুট বিস্তৃত হয়ে প্যারাসুট হিসেবে কাজ করেনি এবং মুহূর্তেই তার প্রাণনাশ ঘটে ।
Title: Re: প্যারাসুটের আবিষ্কারক ফ্রেঞ্জ রিচেল্ট
Post by: abdussatter on August 26, 2015, 10:20:54 AM
 :) :)
Title: Re: প্যারাসুটের আবিষ্কারক ফ্রেঞ্জ রিচেল্ট
Post by: Kazi Taufiqur Rahman on November 24, 2015, 05:16:46 PM
Nice post. Thanks for sharing. :)