Daffodil International University

Faculty of Engineering => EEE => Topic started by: mostafiz.eee on July 22, 2015, 11:38:30 AM

Title: স্পিকিং টেলিফোন
Post by: mostafiz.eee on July 22, 2015, 11:38:30 AM
 টেলিফোনের অন্যতম আবিষ্কারক হিসেবে আলেকজান্ডার গ্রাহাম বেল সবচেয়ে বেশী পরিচিত। মূলত বেল টেলিফোন যন্ত্রের প্রথম পেটেন্ট করেছিলেন বটে কিন্তু তিনি প্রথম আবিষ্কারক নন। এই দাবি করতে পারেন অ্যান্তেনিও মিউচি। তিনি ১৮৫৭ সালে ইলেক্ট্রোম্যাগনেটিক টেলিফোন আবিষ্কারের গবেষণায় সফলতা লাভ করেন। আর ১৮৬৫ সালে ইটালিয়ান আবিষ্কারক ইনোচেনযো মেনজাডি একটি স্পিকিং টেলিফোন আবিষ্কার করেন। হাঙ্গেরিয়ান আবিষ্কারক থিবেদার পুশকাস সুইচবোর্ড ও পার্টি লাইন আবিষ্কার করে টেলিফোনকে ব্যবহার উপযোগী করে তুলেন। তবে এরা বেল এর প্রধান প্রতিযোগী নন।
Title: Re: স্পিকিং টেলিফোন
Post by: abdussatter on August 26, 2015, 10:18:54 AM
 :)
Title: Re: স্পিকিং টেলিফোন
Post by: Kazi Taufiqur Rahman on November 29, 2015, 06:20:29 PM
 :) :)