Daffodil International University
General Category => Common Forum => Topic started by: Lazminur Alam on July 28, 2015, 07:50:26 PM
-
প্রকৃতির শ্রেষ্ঠ সুন্দর সৃষ্টি কি ফুলেরাই? এই নিয়ে বিতর্ক থাকলেও ফুল যে প্রকৃতির অন্যতম সেরা সৃষ্টি সে বিষয়ে বোধহয় কোনো তর্ক নেই। চোখের সামনে ফুল ফুটতে দেখলে ঠিক কেমন লাগে? নিশ্চয়ই সেই অনুভূতি অনন্য। কিন্তু, যদি সেই ফুলের উচ্চতা সাড়ে ৬ ফুট হয়? তাহলে?
ঠিক সেই রকমই বিরল মুহূর্তের সাক্ষী থাকল টোকিও। দীর্ঘ পাঁচ বছর পর জাপানের সেই শহরে বহু মানুষের চোখের সামনে কুঁড়ি থেকে ফুটে উঠল পৃথিবীর বৃহত্তম ফুল অ্যামোরফোফ্যাল্লাস টাইটানাম (Amorphophallus titanum)। এই ফুল ফুটতে বহু দিন সময় নেয়। টোকিওর জিন্দাই বোটানিকাল গার্ডেনে সেই বিরলতম মুহূর্তের সাক্ষী থাকলেন শতাধিক মানুষ।
তবে সাধারণত অনান্য ফুলে যে মিষ্টি গন্ধ থাকে এ ফুলের তা নেই। তার বদলে দুর্গন্ধের জন্যই বিখ্যাত এই দৈত্য ফুল। গন্ধের জন্যই একে 'শব ফুল'-ও বলা হয়।
এই ফুলের গন্ধ শুধুমাত্র পচা মাংসের সঙ্গে তুলনীয়। পরাগযোগের জন্য এই গন্ধ মূলত মাছি ও বিটলসদের আকৃষ্ট করে। ইন্দোনেশিয়ার পশ্চিম সুমাত্রার রেন ফরেস্ট আসলে এই ফুলের আদি বাসভূমি।
Source: http://www.kalerkantho.com/online/world/2015/07/27/249172
-
thanks
-
Thanks a lot for the informative post.