Daffodil International University
Faculties and Departments => Faculty Sections => Topic started by: Mashud on July 29, 2015, 02:35:29 PM
-
বিড়াল, বাঘ, হরিণ, সিংহসহ বিভিন্ন প্রাণীর চোখ অন্ধকারে জ্বলতে দেখা যায়। কিন্তু কেন জ্বলে জানো?
গবেষণায় জানা যায়, যেসব প্রাণীর চোখ অন্ধকারে জ্বলে, তাদের অক্ষিপটের উপর লুমিনাস ট্যাপেটাম নামে একধরনের স্ফটিক উপাদান থাকে। এ থেকে আলো প্রতিম্বিত হয়ে জ্বলজ্বল করে।
রাতের আলো যত কমই হোক না কেন এদের চোখের উপর পড়ে তা চকচক করে। আর অন্ধকারে এরা সব স্পষ্ট দেখতে পায় বলে এদের বলা হয় নিশাচর প্রাণী।
তবে সব প্রাণীর চোখ থেকে কিন্তু একই রঙের আলো বিচ্ছুরিত হয় না। দেখা যায়, যাদের চোখের অক্ষিপটে রক্ত বেশি থাকে তাদের চোখ ইটভাটার আগুনের মতো জ্বলে। আর যাদের কম তাদের চোখ জ্বলে অনেকটা হলদেটে আভায়।
Ref: http://www.banglanews24.com/fullnews/bn/412340.html
-
Learning element.
Thanks for such an innovative post,
-
নতুন করে জেনে ভালো লাগলো .............
-
Thanks for your information. It is new information for me. Thanks again
-
I didn't know it. Thanks for sharing such information.
-
Nice to know. Thanks for sharing.
-
Nice to read it...