Daffodil International University
Faculties and Departments => Faculty Sections => Topic started by: Mashud on July 29, 2015, 02:37:56 PM
-
বই পড়তে কম-বেশি সবাই ভালোবাসে। আমরা অনেক ধরনের, অনেক আকারের বই পড়ি। কিন্তু বই কি কখনো মাইক্রোস্কোপ দিয়ে পড়ি?
না, বই এত ছোট হয় না। কিন্তু অবিশ্বাস্য হলেও সত্যি, এত ছোট বইও কিন্তু রয়েছে। সেই বইটা পড়তে হয় স্ক্যানিং ইলেক্ট্রন মাইক্রোস্কোপ দিয়ে। গিনেস বুক অব ওয়ার্ল্ড’স রেকর্ডসে স্থান করে নেওয়া পৃথিবীর সবচেয়ে ছোট বইটির দৈর্ঘ্য ও প্রস্থ মাত্র ১০০ মাইক্রোমিটার ও ৭০ মাইক্রোমিটার।
বইটি কিন্তু আবার ছোটদের একটি বইয়ের ক্ষুদ্রতম সংস্করণ। নাম ‘টিনি টেড ফ্রম টার্নিপ টাউন (Teeny Ted from Turnip Town)।’ বইয়ের লেখক ম্যালকম ডগলাস চ্যাপলিন।
এ বইটির লেখাগুলো ক্রিস্টালের সিলিকন পৃষ্ঠার উপরে আয়ন বিমের সাহায্যে খোদাই করা হয়েছে।
আর বইটির মূল্য কত জানো? ১৫ হাজার ডলার! যা বাংলাদেশি টাকায় প্রায় ১২ লাখ।
Ref: http://www.banglanews24.com/fullnews/bn/411937.html
-
Curious and interesting!!!
-
Very interesting topic. Thanks for the information.
-
Although the book is a version of children book, but how will children can read such small book?
-
Interesting.....