Daffodil International University
IT Help Desk => ICT => Topic started by: faruque on August 02, 2015, 12:49:36 PM
-
ফেসবুকে এবার কেনাকাটার সুবিধা!
(http://www.bd-pratidin.com/assets/images/news_images/2015/07/18/facebook-buy-button_94407.jpg)
বর্তমানে সামাজিকতা রক্ষার পাশাপাশি আরও অনেক কাজের জন্যই মানুষের কাছে খুবই জনপ্রিয় ফেসবুক। শীঘ্রই এই তালিকায় যুক্ত হতে পারে কেনাকাটার ব্যাপারটিও। বাজফিড এক প্রতিবেদনে জানিয়েছে, ই-কমার্স সাইটগুলোর ফেসবুক পেজ থেকে কেনাকাটার সুবিধা শীঘ্রই যুক্ত হতে পারে।
নতুন এই ফিচার যুক্ত করা হলে ই-কমার্স ওয়েবসাইটের ফেসবুক পেজে যুক্ত হবে 'Buy' বাটন লাযার মাধ্যমে ওয়েবসাইটে আদাভাবে না গিয়ে সরাসরি ফেসবুক পেজ থেকেই কেনাকাটার কাজটি সেরে নেওয়া যাবে।
তবে এখনও পরীক্ষামূলক পর্যায়ে আছে এই ফিচারটি। আপাতত নির্দিষ্ট কিছু স্টোরকে নিয়ে এটি যাচাই বাছাই করে দেখছে ফেসবুক। কবে নাগাদ আনুষ্ঠানিকভাবে ফিচারটি চালু করা হবে, সে ব্যাপারে এখনও কিছু জানানো হয়নি।
বিডি-প্রতিদিন/১৮ জুলাই, ২০১৫/মাহবুব
- See more at: http://www.bd-pratidin.com/tech-world/2015/07/18/94407#sthash.WXIgefDy.dpuf