Daffodil International University

Health Tips => Health Tips => Topic started by: faruque on August 05, 2015, 10:40:21 AM

Title: প্রতিদিন একটি করে কাঁচা মরিচ খান ... কারন,
Post by: faruque on August 05, 2015, 10:40:21 AM
প্রতিদিন একটি করে কাঁচা মরিচ খান ... কারন,

(https://fbcdn-sphotos-b-a.akamaihd.net/hphotos-ak-xaf1/v/t1.0-9/11813514_412171475638958_5314719357019092223_n.jpg?oh=236c33cb94766fe13ae067b31b463202&oe=5650AD35&__gda__=1446626436_8736a2742508133d33413f4ca7e1e101)

☯ গরম কালে কাঁচা মরিচ খেলে ঘামের মাধ্যমে শরীর ঠান্ডা থাকে।
☯ প্রতিদিন একটি করে কাঁচা মরিচ খেলে রক্ত জমাট বাধার ঝুঁকি কমে যায়।
☯ নিয়মিত কাঁচা মরিচ খেলে হৃদপিণ্ডের বিভিন্ন সমস্যা কমে যায়।
☯ কাঁচা মরিচ মেটাবলিসম বাড়িয়ে ক্যালোরি পোড়াতে সহায়তা করে।
☯ কাঁচা মরিচে প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট বিটা ক্যারোটিন
আছে যা কার্ডোভাস্ক্যুলার সিস্টেম কে কর্মক্ষম রাখে।
☯ নিয়মিত কাঁচা মরিচ খেলে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ে।
☯ কাঁচা মরিচ রক্তের কোলেস্টেরল কমায়।
☯ কাঁচা মরিচে আছে ভিটামিন এ
যা হাড়, দাঁত ও মিউকাস মেমব্রেনকে ভালো রাখতে সহায়তা করে।
☯ কাঁচা মরিচে প্রচুর পরিমাণে ভিটামিন সি আছে যা মাড়ি ও চুলের সুরক্ষা করে।
☯ নিয়মিত কাঁচা মরিচ খেলে নার্ভের বিভিন্ন সমস্যা কমে।
☯ প্রতিদিন খাবার তালিকায় অন্তত একটি করে কাঁচা মরিচ
রাখলে ত্বকে সহজে বলিরেখা পড়ে না।
☯ কাঁচা মরিচে আছে ভিটামিন সি। তাই যে কোনো ধরণের কাটা- ছেড়া কিংবা ঘা শুকানোর
জন্য কাঁচা মরিচ খুবই উপকারী।
☯ কাঁচা মরিচের অ্যান্টিঅক্সিডেন্ট ও ভিটামিন সি শরীরকে জ্বর, সর্দি, কাশি ইত্যাদি থেকে রক্ষা করে।