Daffodil International University

IT Help Desk => ICT => Topic started by: faruque on August 05, 2015, 12:25:46 PM

Title: জিমেইলে নিজের ঠিকানায় মেইল খোলার সুবিধা তুসিন আহম্মেদ
Post by: faruque on August 05, 2015, 12:25:46 PM
জিমেইলে নিজের ঠিকানায় মেইল খোলার সুবিধা ত

(http://www.deshebideshe.com/assets/news_images/4f0256804d0af64ff0958151b8d0d4f4.jpg)

পছন্দমতো ই-মেইল আইডি ব্যবহারের সুবিধা চালু করতে যাচ্ছে গুগল। জিমেইলে বর্তমানে যেখানে পছন্দমতো নামের পরে - @gmail.com ব্যবহার করতে হয়, নতুন সুবিধায় সেখানে you@ youraddress.com ফরম্যাটে আইডি নির্ধারণ করা যাবে (যেমন- নাম যদি হয় রনি এবং আপনার ডোমেইন ঠিকানা যদি হয় ঢাকাররনি সে ক্ষেত্রে rony@dhakarroni.com)। অর্থাৎ ঠিকানার শেষে - @gmail.com থাকবে না। তবে সেবাটি পেতে মাসে কমপক্ষে দুই মার্কিন ডলার ব্যয় করতে হবে। খরচ করে পছন্দমতো আইডি নিলেও বাড়তি কোনো স্টোরেজ সুবিধা পাওয়া যাবে না। তথ্য ধারণের জন্য ১৫ গিগাবাইট জায়গাই থাকবে।

দিনক্ষণ ঘোষণা না হলেও দ্রুতই সেবাটি চালু হবে বলে জানা গেছে।

- See more at: http://www.deshebideshe.com/news/details/54314#sthash.LXihJzOT.dpuf