Daffodil International University
IT Help Desk => ICT => Topic started by: sharifmajumdar on August 08, 2015, 05:02:12 PM
-
ঘরে-বাইরে ইন্টারনেটে সংযুক্ত থাকতে এবং একইসঙ্গে পরিবার বা বন্ধুদের সংযুক্ত রাখতে পকেট রাউটার প্রোলিংক মোবাইল হটস্পট দেশের বাজারে এনেছে স্থানীয় প্রযুক্তিপণ্য সেবাদাতা প্রতিষ্ঠান কম্পিউটার সোর্স।
ডিভাইসটির মাধ্যমে তারহীন প্রযুক্তি সমর্থিত ল্যাপটপ, ট্যাব, সেলফোন এবং গেমিং ডিভাইসে একইসঙ্গে ১০ জন ব্যবহারকারী জিএসএম নেটওয়ার্কে সেকেন্ডে ২১.৬ মেগাবিট উচ্চগতির ইন্টারনেট ব্যবহার করতে পারবে।
এর রিচার্জেবল ব্যাটারি ব্যবহারকারীকে ৫ ঘণ্টা পর্যন্ত পাওয়ার ব্যাকআপ দিতে সক্ষম।
এছাড়া আছে ফাইল শেয়ারিং সুবিধা।
আর এলইডি ডিসপ্লে'র মাধ্যমে নেটওয়ার্ক সিগন্যাল, ওয়াইফাই স্ট্যাটাস, ব্যাটারি লেভেল এবং ট্রাফিক স্ট্যাটিসটিক জানা যায় সহজেই।
মাত্র সাড়ে ৩ ইঞ্চি দৈর্ঘ্য ও ৮৫ গ্রাম ওজনের প্রোলিংক পিআরটি৭০০৬এইচ মডেলের এই হটস্পটটি মধ্যবিত্তের হাতের নাগালে রাখতে দাম নির্ধারণ করা হয়েছে ৩,৫০০ টাকা। আগ্রহীরা পণ্যটি সম্পর্কে সরাসরি জানতে পারবেন এই ‘০১৭৩০০০০২৭৯’ নাম্বারে।
banglanews24.com