Daffodil International University

Health Tips => Protect your Health/ your Doctor => Topic started by: Sahadat on August 11, 2015, 09:24:59 PM

Title: যে ৬টি দৈহিক সমস্যা মোটেও উপেক্ষা করা উচিৎ নয়
Post by: Sahadat on August 11, 2015, 09:24:59 PM
খুব বেশি খারাপ অবস্থায় না পড়লে আমরা ডাক্তারের মুখাপেক্ষী একদমই হতে চাই না। এমনিই সেরে যাবে, এরকম একটু আধটু হতেই পারে, এসব কোন রোগের পর্যায়েই পড়ে না... এ ধরনের কথাগুলো বলে আমরা বিভিন্ন স্বাস্থ্য উপসর্গ এড়িয়ে যাই। অথচ জানেন কি, ছোট ছোট এই শারীরিক উপসর্গগুলোই একটা সময় বড় রোগের কারন হয়ে দাঁড়াতে পারে! আর নারীদের মাঝে সবসময়ই রোগ চাপিয়ে রাখার প্রবণতা বেশি দেখা যায়। আর নয় অবহেলা। কিছু উপসর্গ দেখা দিলে আজই ডাক্তারের পরামর্শ নিন। যে উপসর্গগুলো উপেক্ষা করবেন না সেগুলো নিয়ে আমাদের আজকের আয়োজন।

স্বাস্থ্য সমস্যা ১- দাঁতে ব্যাথা
প্রিয় আইসক্রিম খেতে গেলে কিংবা পছন্দের ঠান্ডা পানীয় পান করার সময় দাঁত শিরশির করে উঠে অনেকের। প্রচন্ড দাঁতে ব্যাথা শুরু হয় তখন। অন্যান্য সময়ের তুলনায় যদি দাঁত বেশি সেনসিটিভ মনে হয় তাহলে আপনার উচিত হবে ক্যাভিটি পরীক্ষা করা। যন্ত্রনাদায়ক দাঁতে ব্যাথার মানে কিন্তু আপনার দাঁতের নার্ভ বা স্নায়ুতন্ত্র দুর্বল হয়ে পড়েছে। স্বাস্থ্যের এই উপসর্গটি উপেক্ষা করা মোটেও উচিত নয়। নতুনা ধীরে ধীরে ব্যাকটেরিয়া আপনার পুরো মুখে ছড়িয়ে পড়তে পারে যা থেকে বড় ধরনের রোগের জন্ম হতে পারে। তাই সময় থাকতেই দাঁতে ব্যাথা সমস্যার সমাধানের জন্য ডেন্টিস্ট এর কাছে যান।

স্বাস্থ্য সমস্যা ২- পেটের অভ্যন্তরীণ ব্যাথা
অনেক সময় আমাদের এমন পেট ব্যাথা হয় যেন খুব অতিরিক্ত খেয়ে ফেলেছি। অথচ হয়ত পরিমানে তেমন বেশি খাবার খাইনি। অনেকের প্রায় প্রতিদিনই এই ধরণের পেট ব্যাথা হয়। বিশেষ করে নারীদের মাসিক ঋতুস্রাবের পুর্বে এই ব্যথা যেন আরো বেড়ে যায়। আপনার যদি সবসময়ই এমন পেট ব্যাথা লেগে থাকে তবে মোটেও হেলা করবেন না। যত তাড়াতাড়ি সম্ভব একজন ডাক্তারের কাছে যান। এটা ভালো হয় যে ডাক্তার পরীক্ষার মাধ্যমে দেখবে আপনার পেটের অভ্যন্তরীন কোন বড় সমস্যা আছে নাকি গ্যাসজনিত কারনেই এত পেট ব্যাথা হয়।

স্বাস্থ্য সমস্যা ৩- হঠাৎ করা মাথাব্যাথা
কোন কারন ছাড়াই কি আপনার হুট করে মাথা ব্যাথা শুরু হয়? এতটাই মাথা ব্যাথা যে কোন কাজে ঠিকমত মন ও দিতে পারছেন না? তাড়াতাড়ি ডাক্তারের কাছে যান। কারন হুট করে মাথাব্যাথা করাটা কিন্তু আপনাকে হৃদজনিত বড় রোগের ইঙ্গিত দিচ্ছে। বেশি খারাপ কিছু ঘটার আগেই তাই ডাক্তার পরামর্শ মেনে চিকিৎসা করে ফেলুন।

স্বাস্থ্য সমস্যা ৪- বুকে জ্বালা পোড়া করা
ঝাল জাতীয় খাবার খেলে অনেকের বুকে জ্বালা পোড়া শুরু হয়। কিংবা হঠাত বুকে প্রচন্ড চাপ অনুভব করেন। ঠিক যেন মনে হয় বুকের উপর ভারী একটা পাথর রাখা আছে। এই উপসর্গ কিন্তু আপনাকে হার্ট অ্যাটাকের আগাম বার্তা দিচ্ছে। তাই অবহেলা না হলে ডাক্তারের পরামর্শ নিন যতটা জলদি সম্ভব।

স্বাস্থ্য সমস্যা ৫- নারীদের শরীরে অতিরিক্ত লোম থাকা
নারী পুরুষ উভয়ের দেহেই লোম থাকে, এটা স্বাভাবিক। কিন্তু নারীদের দেহে অতিরিক্ত লোম থাকাটা মোটেই কাম্য নয়। বিশেষ করে মুখে, বুকে, পেটে কিংবা স্তনের বোটার চারদিকে লোম থাকা মানে আপনার হরমোনে সমস্যা রয়েছে। এর মানে আপনার Polycystic Ovary Syndrome (PCOS) এর উপসর্গ দেখা দিয়েছে। তাই গাইনী ডাক্তারের কাছে যান এবং এই ব্যাপারে আলোচনা করুন। বেশি দেরী করলে হয়ত এই সমস্যাই আপনাকে বন্ধ্যা করে দিতে পারে।

স্বাস্থ্য সমস্যা ৬- অস্বাভাবিক হারে ওজন কমে যাওয়াঃ
আপনি যদি ডায়েট করে থাকেন এবং একটি নির্দিষ্ট পরিমানে দেহের ওজন কমে তাহলে সেটা ঠিক আছে। কিন্তু দেহের ওজন অস্বাভাবিক হারে কমে যাওয়া মোটেও ভালো লক্ষন নয়। এর মানে হচ্ছে আপনার দেহে বড় কোন গোলমাল হতে চলেছে। তাই চুপ করে না থেকে ডাক্তারের কাছে যান। সময় থাকতেই সমস্যার সমাধান করে ফেলাই বুদ্ধিমানের কাজ।

ছোট ছোট জলের বিন্দু মিলেই যেমন বড় সমুদ্র হয়ে যায় ঠিক তেমনি ছোট ছোট স্বাস্থ্য উপসর্গগুলোই এক সময় বড় রোগের কারন হয়ে দাঁড়ায়। ছোট খাটো এই উপসর্গগুলোকে উপেক্ষা করা তাই মোটেও উচিত নয়।

রেফারেন্সঃ Realbuzz.com