Daffodil International University

Faculty of Humanities and Social Science => Law => Topic started by: Ferdousi Begum on August 13, 2015, 08:41:50 PM

Title: Law Teacher's and Student's Day, 2015
Post by: Ferdousi Begum on August 13, 2015, 08:41:50 PM
আজ অনুষ্ঠিত হল ড্যাফোডিল ল টিচার্স অ্যান্ড স্টুডেন্টস ডে ২০১৫। সকলের সম্মিলিত প্রয়াসে অনুষ্ঠানটির সফল সমাপ্তি ঘটে। অনুষ্ঠানে উপস্থিত সকলকে ধন্যবাদ জানাই, সেই সাথে কৃতজ্ঞতা। আমার হেড ম্যাম এবং সহকর্মীগণ আর সেই সাথে সকল অফিস স্টাফদের ধন্যবাদ যাদের সময়ে অসময়ে নানা রকম ভাবে বিরক্ত করেছি। যাদের সার্বিক সহযোগিতায় অনুষ্ঠানটি পরিচালনা করা সম্ভব হল, সেই সকল ছাত্র ছাত্রীদের আমার অন্তর থেকে কৃতজ্ঞতা। তোমরাই এই অনুষ্ঠানের প্রাণ। এলমনাই এবং উত্তরার সহকর্মীবৃন্দ ও ছাত্র ছাত্রীদের তাদের অংশগ্রহণের জন্য ধন্যবাদ। গত ১৪ টা দিন অমানুষিক পরিশ্রম ও ধকল সহ্য করতে হয়েছে অংশগ্রহণকারী সকল ছাত্র ছাত্রী সহ অফিস স্টাফদের। এই ১৪ টা দিন নানান সময়ে নানা কারণে অনেকের সাথে মেজাজ দেখিয়েছি, প্রচুর বকেছি। যদি কারো খারাপ লেগে থাকে, সেটি আমার অনিচ্ছাকৃত অপরাধ ভেবে ক্ষমা করবেন। আসলে ৪০ টা ইভেন্ট এর ৩৬ টাই তৈরি করতে হয়েছে (৪ টা ইভেন্ট উত্তরার ছিল) , কখনো স্ক্রিপ্ট লেখা, কখনো সংলাপ, কখনো আবৃত্তি, কখনো গান ... এসব করতে করতে নানা সময় ভীষণ মেজাজ খারাপ ছিল, ভাল কাজ আদায়ের লক্ষ্যে আপনাদের সাথে মেজাজ দেখিয়েছি, সেটা কেউ ব্যক্তিগত ভাবে না নিলে খুশী হব। সবাই ভাল থাকুন, দোয়া করবেন আমার জন্য, আপনারা পাশে থাকলেই কেবল ভাল অনুষ্ঠান নির্মাণ করা সম্ভব। আর এই লেখাটি মূলত আমার ছাত্র ছাত্রীদের জন্য। পাশে ছিলাম, পাশে আছি, পাশে থেকো সবাই। 
Title: Re: Law Teacher's and Student's Day, 2015
Post by: Sonali_Rani on August 17, 2015, 05:28:52 PM
 There is many things is to learn from you, Mam.You are so much hard working. When i observe you to perform such duties it seems to me that by default some persons are assigned for some acts.