Daffodil International University
Entertainment & Discussions => Travel / Visit / Tour => Topic started by: Mashud on August 20, 2015, 04:02:24 PM
-
দু’দিনের সরকারি সফরে ১৬ আগস্ট রোববার আবুধাবি পৌঁছান ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সেখানে পৌঁছেই মোদি আবুধাবির বিখ্যাত শেখ জায়েদ মসজিদ পরিদর্শনে যান। বিশ্বের তৃতীয় বৃহত্তম এই মসজিদটি ঘুরে ঘুরে দেখেন মোদি। মসজিদ পরিদর্শনে গিয়ে মোদি তার স্বভাসুলভ ভঙ্গিমায় সেলফিও তুলেন। পরে সেটা টুইটারে পোস্ট করেন।
শেখ জায়েদ মসজিদ পরিদর্শনের মাধ্যমে মোদি প্রথমবারের মতো কোনো মসজিদে পরিদর্শন করলেন। মসজিদ পরিদর্শন করতে যেয়ে মসজিদের নির্মাণশৈলী সম্পর্কে বিস্তারিত খোঁজখবর নেন ও মসজিদ নির্মাণের ভূয়সি প্রশংসা করে আরব আমিরাত সরকারকে মোবারকবাদ জানান।
রোববার আবুধাবি পৌঁছালে মোদিকে প্রথাভেঙে বিমানবন্দরে স্বাগত জানাতে উপস্থিত ছিলেন আবুধাবির যুবরাজ শেখ মুহাম্মদ বিন জায়েদ অাল নাহিয়ান ও তার পাঁচ ভাই। দীর্ঘ ৩৪ বছর পর কোনো ভারতী প্রধানমন্ত্রী সংযুক্ত আরব আমিরাত সফরে গেলেন।আরব আমিরাতের রাজধানী আবুধারিতে অবস্থিত শেখ জায়েদ মসজিদটি বিশ্বের বড় ১০টি মসজিদের মধ্যে অন্যতম। মসজিদটিকে দেশটির সর্বাধুনিক স্থাপনাগুলোর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ স্থাপনা মনে করা হয়। এছাড়া মসজিদটি আরব আমিরাতেরও সবচেয়ে বড় ও অপরূপ সুন্দর মসজিদ হিসেবে গণ্য করা হয়।
মসজিদের পাশেই রয়েছে আরব আমিরাতের সাবেক প্রেসিডেন্ট শেখ জায়েদ বিন সুলতান আল নাহিয়ানের কবর। সেখানে সারাক্ষণ কোরআন তেলাওয়াত চলতে থাকে।
মসজিদটি এক নজর দেখতে বিশ্বের বিভিন্ন দেশের দর্শনার্থীদের পদভারে মুখরিত থাকে। বিশ্বের বিভিন্ন দেশের রাষ্ট্রপ্রধানগণ আবুধবিতে রাষ্ট্রীয় সফরে গেলে বিখ্যাত এ মসজিদটি প্রথম পরিদর্শন করেন।
-
"A ruler should be cunning as fox and cruel as lion"- Machiavelli.
The visit to a mosque is a part of diplomacy for Mr. Modi because UAE is one of the biggest market places for India.
The bollywood movies get released in Abu Dhabi before Mumbai, so things may be seen like this.
Shouldn't be surprised seeing more than this...!!