Daffodil International University

IT Help Desk => Use of PC => Topic started by: ashiqbest012 on November 05, 2010, 09:27:07 AM

Title: To Know about PC connector
Post by: ashiqbest012 on November 05, 2010, 09:27:07 AM
ABOUT USB
(http://s.techtunes.com.bd/tDrive/tuner/saifulla/37823/USB.jpeg)

পুরো নাম – Universal Serial Bus
কিছু কথা ও ব্যবহার – এটা বলাই বাহুল্য যে সর্বাধিক ব্যবহৃত সংযোজক হল USB বা ( Universal Serial Bus) যা দিয়ে আমরা প্রতিদিন Keybords, Mice , printers , scaners , Modem , storage device, ও আরোও অনেক ডিভাইস কানেক্ট করে থাকি।
গতি – বর্তমানে এর মাধ্যেমে সর্বাধিক ডাটা ট্রান্সফারের গতিবেগ 60 Mb / sec

2. SATA

(http://s.techtunes.com.bd/tDrive/tuner/SATA.jpeg)

পুরো নাম -SERIAL ADVANCE TECHONOLOGY ATTACHMENT
কিছু কথা ও ব্যবহার – এটির মাধ্যেমে Hard Drives ও Optical Drives এর সঙ্গে সংযোগ করার জন্য ব্যবহার করা হয়ে থাকে। এটি PATA কানেক্টারের মতো।
গতি – এটির মাধ্যমে সর্ব্বোচ্চ গতি 3 Gb/S

3.PS/2

(http://s.techtunes.com.bd/tDrive/tuner/PS2-SOCKET.jpeg)

পুরো নাম -IBM PERSONAL SYSTEM /2
কিছু কথা ও ব্যবহার – এটি একটি Input Device যার মধ্যমে Keybords, Mice সঙ্গে Pc সংযোজন করা হয়।সবুজ রং এর socket সঙ্গে মাউস ও বেগুনী রং এর socket সঙ্গে কিবোর্ড সংযোগ করা হয়। বলাই বাহুল্য বর্তমানে ps/2 জায়গা USB দখল করে নিয়েছে তার জন্য বর্তমানে খুব কম ব্যবহৃত।

4.D-Sub

(http://s.techtunes.com.bd/tDrive/tuner/saifulla/37823/d-sub.jpeg)

পুরো নাম – D-Subminiature
কিছু কথা ও ব্যবহার – এটি একটি ডিসপ্লে সংযোজক এটি দিয়ে সাধারনত CRT মনিটর লাগানো হত। বর্তমানে এটি CRT সঙ্গে LCD মনিটর DVI, HDMI, ডিসপ্লে পোর্ট সংযোজন করা হয়।

(http://s.techtunes.com.bd/tDrive/tuner/saifulla/37823/D-sub-Socket1.png)

5.Parallel
(http://s.techtunes.com.bd/tDrive/tuner/parallel2.png)

পুরো নাম – Parallel
কিছু কথা ও ব্যবহার – এটি পিন্টার পোর্ট হিসাবে অধিক পরিচিত ।কম্পিউটার থেকে ডাটা পুরানো প্রিন্টারে এই কানেক্টটারের Plug ও Socket এর মধ্যমে পরিবাহিত হত।বলাই বাহুল্য বর্তমানে Parallel জায়গা USB দখল করে নিয়েছে তার জন্য বর্তমানে খুব কম ব্যবহৃত।

6.Serial / RSS232

(http://s.techtunes.com.bd/tDrive/tuner/rs232.jpeg)

পুরো নাম – Recommended standrard 232
কিছু কথা ও ব্যবহার – এটি একি I/O Port যেটির মাধ্যমে Binary ডাটা Transfer করার জন্য পুরানো কম্পিউটারে ব্যবহার করা হত। এটির সাহায্যে মাউস, মডেম ও Programmable Electronics Projects এর মাধ্যমে চালানো হত।

7.RJ 11 And RJ45

(http://s.techtunes.com.bd/tDrive/tuner/saifulla/37823/RJ45-PLUG.jpeg)

পুরো নাম -Registered Jack 11 and 45
কিছু কথা ও ব্যবহার -এটি প্রধানত Network Purpose এ এটিকে ব্যবহার করা হয়। RJ11 এর মাধ্যমে Telephone ও RJ45 এর মাধ্যমে Ethernet কানেকশনের জন্য পেয়ার হিসাবে ব্যবহৃত হয়। RJ11 ছোট হয় RJ45 থেকে ও উভয়ের মধ্যে 6 থেকে 8 পিন থাকে।

(http://s.techtunes.com.bd/tDrive/tuner/saifulla/37823/RJ11.jpeg)

8. DVI

(http://s.techtunes.com.bd/tDrive/tuner/saifulla/37823/DVI-plug.jpeg)

পুরো নাম -Digitral Visual Interface
কিছু কথা ও ব্যবহার -এটি একটি Display Output Port যেটিকে Lcd Monitors এর সঙ্গে কানেক্ট করার জন্য ব্যবহৃত করা হয়।

9. S-Video

(http://s.techtunes.com.bd/tDrive/tuner/S-VIDEO-SOCKET.jpeg)

পুরো নাম – Super – Video
কিছু কথা ও ব্যবহার -এটি একটি Output Port যার মাধ্যমে অডিও ও ভিডিও উভয় ডাটা পরিবহন করতে সক্ষম। এটি Video এর 576i রেজুলেশন পর থেকে সাপোর্ট করে। এটি DVD Player Graphics Card এর সঙ্গে দেখা যায়।
(http://s.techtunes.com.bd/tDrive/tuner/S-VIDEO.jpeg)

10.Composite Video
(http://s.techtunes.com.bd/tDrive/tuner/saifulla/37823/Composite-Vedio-socket0.jpeg)

এটি analog video Outputer হিসাবে ব্যবহৃত হয়। তিনটি আলাদা আলাদ কানেক্টার থাকে, Y, U ও V , এটি 480i এর বেশী রেজুলেশন থেকে সার্পোট করে । এর একটি কেবল শুধু অডিও বা ভিডিও ফাইল ডাটা পরিবহন করতে পারে। এটি বেশীর ভাগ VCD/VCRs , DVD Players, TVs, ও Graphich Cards এ থাকে।
(http://s.techtunes.com.bd/tDrive/tuner/saifulla/37823/Composite-vedio.jpeg)

11.Component Video
(http://s.techtunes.com.bd/tDrive/tuner/saifulla/37823/Component-Video-socket.jpeg)

এটি তিনটি Analog Vedio Singal পরিবহন করে। Y, Pb, ও Pr এটি উচ্চমানের ভিডিও রেজুলেশন দরকার (1080p) । এটি একটি কেবলে এক ধরনের ডাটা (অডিও বা ভইডিও )পরিবহন করতে পারে। এটি DVD Players, TV ও বেশীর ভাগ Graphics card তে দেখা যায়।

(http://s.techtunes.com.bd/tDrive/tuner/saifulla/37823/Component-Video.jpeg)

12.eSATA


পুরো নাম — External SERIAL ADVANCE TECHONOLOGY ATTACHMENT
কিছু কথা ও ব্যবহার -এটি SATA মতো হলেও Externallay ক্ষেত্রে ব্যবহার করা হয়। External hard drive সরাসারি কম্পিউটারের মাদারবোর্ডে কানেক্ট করার জন্য ব্যবহার করা হয়।

(http://s.techtunes.com.bd/tDrive/tuner/saifulla/37734/esata-socket.jpeg)

13.MINI USB

পুরো নাম — MINI UNIVERSAL SERIAL BUS
কিছু কথা ও ব্যবহার – কারিগরিক দিক থেকে USB এর সমরূপ হলেও সাইজে USB থেকে ছোট এটি সাধারনত StorageDevices, Mp3 players, Camara , ইত্যাদির সঙ্গে PC কানেক্ট করতে ব্যবহার করা হয়।
(http://s.techtunes.com.bd/tDrive/tuner/saifulla/37734/mini-usb.jpeg)

14. PATA
(http://s.techtunes.com.bd/tDrive/tuner/saifulla/37823/pata.jpeg)

পুরো নাম –Parallel attachment pocket interface
কিছু কথা ও ব্যবহার – এটা এক সময় খুব প্রচলন থাকলেও বর্তমানে এর ব্যবহার আনেক কমে গেছে SATA কানেক্টারের জন্য । এটি কে হার্ড ডিস্ক , সিডি বা ডিভিডি রম বা রাইটারের সঙ্গে মাদারবোর্ডে কানেকশন করার জন্য ব্যবহার করা হয় বা হত।
গতি – এর গতি খুব ভাল না হলে খারাপ না প্রায় – 130 Mb/s
(http://s.techtunes.com.bd/tDrive/tuner/saifulla/37823/new-with-old.jpeg)


(Source: Saifulla, Internet)

Title: Re: To Know about PC connector
Post by: Aarif on November 21, 2010, 03:30:42 PM
outstanding, excellent.