Daffodil International University

Educational => Higher Education => Higher Education => Topic started by: Nahian Fyrose Fahim on August 26, 2015, 12:14:53 PM

Title: GRE ম্যাথ সমাধান এর প্রথমিক তথ্য
Post by: Nahian Fyrose Fahim on August 26, 2015, 12:14:53 PM
GRE ম্যাথ সমাধান করার সময় বেশ কিছু তথ্য মাথায় রাখা দরকার। এতে নির্ভুলভাবে অংক করা সম্ভব হবে। যেমনঃ

1। 1 কোন প্রাইম নাম্বার নয়। 2 হল একমাত্র প্রাইম নাম্বার যেটা জোড়।
2। 1 এর চেয়ে বড় কোন সংখ্যা যদি প্রাইম নাম্বার না হয়, তাহলে সেটাকে composite number বলে। প্রথম দশটা composite number হল 4, 6, 8, 9, 10, 12, 14, 15, 16 এবং 18 ।
3। 1 এর চেয়ে বড় প্রতিটা পূর্ণ সংখ্যাই হয় প্রাইম নাম্বার, নয় প্রাইম নাম্বারের গুণফল। যেমন, 14 = 2*7 বা 15 = 3*5 । এই ধরণের এক্সপ্রেশনকে বলে prime factorization ।

(http://gremathninja.com/wp-content/uploads/1fp4.png)
4। বন্ধনীর (parentheses) ভেতরে নেগেটিভ চিহ্ন থাকলে বর্গ করার সময় চিহ্নসহ করতে হবে। যেমন, (-3)^2 হল 9 । কিন্তু বন্ধনী ছাড়া বর্গ থাকলে শুধু সংখ্যাটা বর্গ করতে হবে। অর্থাৎ এক্ষেত্রে নেগেটীভ চিহ্ন বদলাবে না। যেমন, -3^2 হল -9 ।
5। শূন্যের উপরে যদি সূচক হিসেবে শূন্য বসে (0^0), তাহলে সেটার ফলাফল হবে অসংজ্ঞায়িত।
6। সব পজেটিভ নাম্বারেরই দুইটা বর্গমূল, একটা পজেটিভ আর একটা নেগেটিভ। কিন্তু শূন্যের বর্গমূল শুধু শূন্যই।
7। যখন চলকের বদলে বিভিন্ন সংখ্যা ব্যবহার করে অংক করতে হয়, তখন ZONEF সূত্রটি মনে রাখতে হবে। অর্থাৎ চলকের বদলে Zero, one, negative number/positive number, extremely big number/equal number, fractions – এইগুলো বসিয়ে দেখতে হবে।


Title: Re: GRE ম্যাথ সমাধান এর প্রথমিক তথ্য
Post by: Tofazzal.ns on November 04, 2015, 06:50:34 PM
Very helpful for us....Thanks