Daffodil International University
Entertainment & Discussions => Sports Zone => Cricket => Topic started by: Tofazzal.ns on September 10, 2015, 05:18:09 PM
-
ছুটি কাটিয়ে ঢাকায় ফিরেছেন বাংলাদেশ দলের কোচ চণ্ডিকা হাথুরুসিংহে। সোমবার সাকিব-মুশফিকদের নিয়ে নেমে পড়েছেন অনুশীলনে। এর আগেই জানিয়ে দিয়েছেন তার মনের কথা। বাংলাদেশ ছেড়ে যাওয়ার কোনো পরিকল্পনা তার নেই।
কোচ হাথুরুসিংহের বরাত দিয়ে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের প্রধান নির্বাহী নিজামউদ্দিন চৌধুরী সুজন বলেন, খবরটা পুরোপুরি গুজব। শ্রীলঙ্কার কোচ হওয়ার তার প্রশ্নই ওঠে না। তিনি বাংলাদেশের সঙ্গেই আছেন। তিনি এখানে পুরোপুরি খুশি। তাকে নিয়ে আমাদের দীর্ঘমেয়াদী পরিকল্পনা রয়েছে।’
এদিকে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি নাজমুল হাসান পাপন জানিয়েছেন, দীর্ঘমেয়াদি পরিকল্পনা ও চুক্তি শেষ না হওয়ায় চাণ্ডিকা হাথরুসিংহের বাংলাদেশ জাতীয় দলের কোচের দায়িত্ব ছাড়ার কোনো সম্ভাবনা নেই।