Daffodil International University

Entertainment & Discussions => Sports Zone => Cricket => Topic started by: Tofazzal.ns on September 19, 2015, 05:14:28 PM

Title: স্বমহিমায় ফেরার ইঙ্গিত দিলেন রুবেল
Post by: Tofazzal.ns on September 19, 2015, 05:14:28 PM
ক্রিকেটে গতির ঝড় তুলে ব্যাটসম্যানদের আতঙ্ক জাগানো বোলারদের মধ্যে অনন্যসাধারণ এক নাম রুবেল হোসেন। রুবেলকে ঘিরে বাংলাদেশের মধুরতম স্মৃতিতে নিশ্চয়ই এগিয়েই থাকবে ২০১৫ ক্রিকেট বিশ্বকাপে ইংল্যান্ডকে বধ করে কোয়ার্টার ফাইনালে পা রাখার মুহুর্তটি।

ইংল্যান্ডের ইনিংসের সেই ম্যাচে ৪ উইকেট শিকার করে দলের জয়ে বড় অবদান রাখেন রুবেল। এর পরে থেকে ছন্দ হারাতে থাকা রুবেল আবার ছন্দে ফেরার ইঙ্গিত দিয়েছেন। টাইগার 'এ' দলের হয়ে ভারত সফরে আজ শুক্রবার আবারো ৪ উইকেট শিকার করে নিজেকে আবারও প্রমাণ করেছেন আগ্রাসি এই গতি তারকা। সহযোদ্ধা নাসিরকে সঙ্গে নিয়ে ভারত এ দলের বিপক্ষে আনঅফিসিয়াল ওয়ানডে সিরিজের দ্বিতীয় ম্যাচে জয় পেয়ে সিরিজে সমতায় এখন টাইগার বাহিনী।

বিশ্বকাপের পরে পাকিস্তান, ভারত এবং সাউথ আফ্রিকাকে ওয়ানডে সিরিজে পরাজিত করেছে টাইগাররা। যদিও ওইসব সিরিজে রুবেলকে খুব একটা খুঁজে পাওয়া যায়নি।

এপ্রিলে পাকিস্তানের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে রুবেল প্রথম ম্যাচে ১, দ্বিতীয়টিতে ১, তৃতীয়টিতে ২ উইকেট পান।

ভারতের বিপক্ষে ঘরের মাঠে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে রুবেলের সংগ্রহ যথাক্রমে ০, ২ এবং ০ উইকেট।

সাউথ আফ্রিকার বিপক্ষে ওয়ানডে সিরিজ জয়ের প্রথম ম্যাচটিতে রুবেল না থাকলেও দ্বিতীয় ও তৃতীয় ওয়ানডেতে ২ উইকেট পান এই গতি তারকা।

তবে 'এ' দলের হয়ে রুবেলের আবারো সেই আগ্রাসিরূপের কারণে  ভারত এ দলকে ৬৫ রানে হারিয়েছে বাংলাদেশ। মাশরাফি-তাসকিনের চলমান ইনজুরি সঙ্কটে রুবেলের ফর্মে ফেরা অবশ্যই টাইগার শিবিরের জন্য আর্শিবাদ।