Daffodil International University

Faculty of Allied Health Sciences => Pharmacy => Topic started by: Nahian Fyrose Fahim on September 21, 2015, 01:01:44 PM

Title: দ্রুত ক্ষত সারাবে স্মার্ট ব্যান্ডেজ
Post by: Nahian Fyrose Fahim on September 21, 2015, 01:01:44 PM
(http://paimages.prothom-alo.com/contents/cache/images/350x0x1/uploads/media/2015/09/06/eecd6cfe9a71d8002e9ceb679656f5bb-smart.jpg)
অস্ট্রেলিয়ার গবেষকেরা সম্প্রতি উদ্ভাবন করেছেন স্মার্ট ব্যান্ডেজ, যার ক্ষত সারাবে দ্রুত। তাঁদের দাবি, ক্ষতিকর ব্যাকটেরিয়া দূর করে শরীরের ক্ষত সারিয়ে তোলার প্রক্রিয়াকে দ্রুততর করতে পারে এই স্মার্ট ব্যান্ডেজ।
সুইনবার্ন ইউনিভার্সিটি অব টেকনোলজির গবেষকেরা এই ব্যান্ডেজ তৈরিতে ‘ইলেকট্রোস্পিনিং’ নামের একটি প্রক্রিয়া ব্যবহার করেছেন। এতে ব্যবহার করা হয়েছে পলিমার ফিলামেন্ট, যা মানুষের চুলেরও চেয়েও শতভাগ পাতলা। ন্যানোফাইবারের তৈরি এ ফিলামেন্টের জাল ক্ষত থেকে ব্যাকটেরিয়া দূর করতে পারে।
সুইনবার্নের গবেষক মার্টিনা আব্রিগো বলেন, ‘কিছু মানুষের ক্ষত দ্রুত সেরে যায়। কিন্তু কিছু মানুষের ক্ষেত্রে ক্ষত সারতে দেরি হয়। এতে সংক্রমণের আশঙ্কা বাড়ে। স্মার্ট ব্যান্ডেজ তাঁদের সংক্রমণের হাত থেকে সুরক্ষা দিতে সক্ষম হবে।
আরেক গবেষক আব্রিগো বলেন, জীবাণুর সংক্রমণ থেকে সুরক্ষার জন্য চিকিৎসকেরা এই ন্যানোফাইবারের জালের স্মার্ট ব্যান্ডেজ ক্ষতস্থানে বেঁধে দিতে পারবেন। (সূত্র: পিটিআই)


Source:http://www.prothom-alo.com
Title: Re: দ্রুত ক্ষত সারাবে স্মার্ট ব্যান্ডেজ
Post by: imran986 on September 21, 2015, 04:24:16 PM
Nice to Know !!