Daffodil International University

Help & Support => Common Forum/Request/Suggestions => Topic started by: ummekulsum on September 22, 2015, 12:55:09 PM

Title: শিশুর কথা বলার সমস্যা দূরীকরণে বাবা- মায়ের করনীয়
Post by: ummekulsum on September 22, 2015, 12:55:09 PM
শিশুর কথা বলার সমস্যা দূরীকরণে বাবা- মায়ের করনীয়
শিশুরা সাধারণত আট/নয় মাস বয়স থেকেই একটু একটু করে কথা বলতে শেখে যা শুনে বাবা-মা সহ পরিবারের সবার পরিতৃপ্তি এমন পর্যায়ে পৌছে যা ভাষায় প্রকাশ করা সম্ভব হয়না। আঠার মাস থেকে দুই বছর বয়সের মধ্যেই শিশুরা সাধারণত সব কথা ভালোভাবে বলতে শিখে যায়। কিন্তু বাবা-মায়ের কষ্ট তখনই প্রকট হয়ে উঠে যখন তাঁরা দেখতে পান তাঁদের আদরের সন্তানটি ঠিকমতো কথা বলতে পারছেনা কিংবা কথা বলছে না। শিশুর এই সমস্যা লাঘবে বাবা-মা যেসব ব্যবস্থা নিতে পারেন সেগুলো হলো
১। শিশুর সাথে সহজ, ছোট ছোট বাক্য ব্যবহার করে কথা বলুন যা তার পক্ষে সহজবোধ্য হবে।
২। আপনার সন্তানের সাথে আস্তে আস্তে কথা বলুন এবং পরিষ্কার বাক্যে কথা বলুন যাতে সে প্রতিটি বাক্য ভালোভাবে বুঝে নিয়ে উত্তর দিতে পারে।
৩। শিশুর যাথে যখন যা হচ্ছে, সে যে জিনসটি দেখছে কিংবা যা খাচ্ছে তা নিয়ে কথা বলুন। এবং তা সম্পর্কে শিশুর অভিব্যাক্তি জানাতে চেয়ে তাকে কথা বলায় উদ্বুদ্ধ করুন।
৪। এমন শব্দ ব্যবহার করুন যা সহজে অনুকরণ ও অনুসরণযোগ্য।
৫। শিশুর পরিচিত পরিবেশের জন্য অর্থবোধক কিছু বাক্য তাকে প্রথমে শেখাতে চেষ্টা করুন।
৬। আপনার সন্তান ভুল উচ্চারণ করলে তাতে না ধমকিয়ে শোধরানোর চেষ্টা করুন। সুন্দর করে তাকে সঠিক উচ্চারণে কথা বলতে সাহায্য করুন। তা নাহলে ভুল শিখেই শিশু বড় হতে পারে।
৭। যখনি শিশু সাবলীবভাবে কিছু বলতে পারে সাথে সাথে তাকে বাহবা দিন এবং এভাবে কথা বলাতে উৎসাহিত করুন।
৮। এতো কিছুর পরেও কাজ না হলে চিকিৎসকের সাথে কথা বলে থেরাপির ব্যবস্থা করে নিন