Daffodil International University

Religion & Belief (Alor Pothay) => Islam => Namaj/Salat => Topic started by: cmtanvir on October 06, 2015, 10:02:52 AM

Title: Doa between two sizdah
Post by: cmtanvir on October 06, 2015, 10:02:52 AM
দুই সিজদার মাঝে ছোট্ট এই দোয়াটি পড়তে হয়
দুই সিজদার মাঝে ছোট্ট এই দোয়াটি পড়তে হয়
ইসলাম ডেস্ক: মহান আল্লাহ তায়ালা নামাজকে ফরয করেছেন। তাই ধর্মপ্রাণ মুসলমানেরা পাঁচ ওয়াক্ত নামাজ আদায়ের পাশাপাশি বিভিন্ন নফল আমলও করে থাকেন। তবে আমাদের সমাজে এমনও মুসলমান আছেন, যারা দুই সিজদার মাঝখানে কোন দোয়া পড়তে হয়, তা জানেন না। এই শ্রেণীর মুসলমান ভাইদের জন্য নিচে দুই সিজদার মাঝখানে পাঠের দোয়াটি তুলে ধরা হলো-

সিজদার মধ্যবর্তী বৈঠকের দোয়া
হজরত ইবনে আব্বার রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম দুই সিজদার মাঝে বলতেন-
اَللّهُمَّ اغْفِرْلِيْ وَارْحَمْنِي وَاهْدِنِيْ وَعَافِنِيْ وَارْزُقْنِيْ
উচ্চারণ : আল্লাহুম্মাগফিরলি, ওয়ারহামনি, ওয়াহদিনি, ওয়া আফিনি, ওয়ারযুকনি। (মুসলিম, মিশকাত)
অর্থ : হে আল্লাহ আপনি আমাকে মাফ করুন, আমাকে রহম করুন, আমাকে হেদায়েত দান করুন, আমাকে শান্তি দান করুন এবং আমাকে রিজিক দান করুন।

হজরত হুজায়ফা রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম দুই সিজদার মধ্যবর্তী বৈঠকে এ দোয়াটি পড়তেন-
 رَبِّ اغْفِرْ لِي، رَبِّ اغْفِرْ لِي
উচ্চারণ : রব্বিগফির লী, রব্বিগফির লী। (ইবনু মাজাহ, আবু দাউদ)
অর্থ : হে আমার রব্ব! আপনি আমাকে ক্ষমা করুন। হে আমার রব্ব! আপনি আমাকে ক্ষমা করুন।
৫ অক্টোবর,  ২০১৫/এমটিনিউজ২৪/রাসেল/মাহমুদ

- See more at: http://bn.mtnews24.com/islam/11359/-------#sthash.W384HZFy.dpuf