Daffodil International University

Religion & Belief (Alor Pothay) => Islam => Hadith => Topic started by: cmtanvir on October 07, 2015, 09:46:18 AM

Title: we must be aware of slung language
Post by: cmtanvir on October 07, 2015, 09:46:18 AM
কি ভয়ঙ্কর! কি মারাত্বক!! কি সিরিয়াস কথা!!!
-
কাউকে কুত্তার বাচ্চা বা এই টাইপের গালি দিলে কি হবে হাশরের মাঠে?!?
হাশরের মাঠে আল্লাহ তা'আলা সেই ব্যাক্তিকে ডেকে জিজ্ঞেস করবেন, আমি যাকে আদম সন্তান হিসেবে পাঠিয়েছি, তুমি তাকে কেন কুত্তার বাচ্চা বলেছ? সে যদি কুত্তার বাচ্চা হয়ে থাকে তার দলিল দাও! দলিল দিতে না পারলে তাকেই কুকুরে পরিণত করা হবে!!! (হাদীসে কুদসী)
-
বাচার উপায়, যাকে গালি দিয়েছি তার কাছ থেকে ক্ষমা চেয়ে নিতে হবে। এছাড়া অন্য কোন পথ নাই! জীবনে কত মানুষকে আমরা গালি দিয়েছি!!