Daffodil International University

Help & Support => Common Forum/Request/Suggestions => Topic started by: Ishtiaque Ahmad on October 12, 2015, 01:29:42 PM

Title: এক মিনিট আগেই ভূমিকম্পের তথ্য টুইটারে
Post by: Ishtiaque Ahmad on October 12, 2015, 01:29:42 PM

বিজ্ঞানীরা টুইটারের সহায়তায় ৬০ সেকেন্ড আগেই আসন্ন ভূমিকম্প সম্পর্কে তথ্য পাবেন। জরুরি সতর্কবার্তা আরও সুনির্দিষ্টভাবে পাবার লক্ষ্যেই অভিনব এই অংশীদারিত্বের সম্পর্ক সৃষ্টি করা হয়েছে। বিষয়টি সম্পর্কে যুক্তরাষ্ট্র সরকার নিয়োজিত বিজ্ঞানীরাও নিশ্চিত করেছেন।

এক প্রতিবেদনে সংবাদসংস্থা সিএনএন জানিয়েছে, ২০০৯ সাল থেকেই তথ্য সংগ্রহ করার জন্য সামাজিক মাধ্যমগুলোর সঙ্গে কাজ করে আসছে মার্কিন জিওলজিকাল সার্ভে (ইউএসজিএস)।

নিজেদের ৩১ কোটি ৬০ লাখ ব্যবহারকারীর টুইটের উপর নির্ভর করে মার্কিন বিজ্ঞানীদের ভূমিকম্প সম্পর্কিত আগাম তথ্য দেবে মাইক্রোব্লগিং সাইট টুইটার। বুধবার এক ব্লগ পোস্টে টুইটার জানিয়েছে, একটি প্রোগ্রাম স্বয়ংক্রিয়ভাবে ব্যবহারকারীদের টু্ইট থেকে ভূমিকম্প সম্পর্কিত টুইটগুলো আলাদা করবে। যখনই নির্দিষ্ট কোনো এলাকা থেকে প্রচুর সংখ্যক মানুষ ভূমিকম্প নিয়ে টুইট করা শুরু করবেন, তখনই বিজ্ঞানীদের কাছে পৌঁছে যাবে সতর্কবার্তা। বিশেষ এ প্রক্রিয়াটির নাম দেয়া হয়েছে ‘টুইট ইমার্জেন্সি ডিসপ্যাচ’।

এ প্রসঙ্গে সিসমোলজিস্ট পল আর্ল জানিয়েছেন, বৈপ্লবিক পরিবর্তন হতে পারে এমন কিছু করছেন না তারা। শুধু দূর্যোগ মোকাবেলা প্রস্তুতির বেলায় মিনিটখানেক এগিয়ে থাকার লক্ষ্যেই একাজ করা হচ্ছে।

টুইটার ডেটার সাহায্যে আগাম সতর্কবার্তার পাশপাশি বাড়তি কিছু সুবিধাও পাবেন বিজ্ঞানীরা। সেন্সর নেই বা ত্রুটিযুক্ত কোনো সেন্সর যদি ভূমিকম্পের তথ্য ধরতে নাও পারে, তাহলেও বিজ্ঞানীরা টু্ইটারের বদৌলতে তা সঠিক সময়েই জানতে পারবেন।
Title: Re: এক মিনিট আগেই ভূমিকম্পের তথ্য টুইটারে
Post by: monirulenam on March 02, 2016, 11:29:36 AM
Thank you for this good news of us