Daffodil International University

Help & Support => Common Forum/Request/Suggestions => Topic started by: Shah Alam Kabir Pramanik on October 13, 2015, 03:52:52 PM

Title: অর্থনীতিতে নোবেল পেলেন অ্যানগাস ডেটন
Post by: Shah Alam Kabir Pramanik on October 13, 2015, 03:52:52 PM
এ বছর অর্থনীতিতে নোবেল পেয়েছেন ইঙ্গো-মার্কিন অর্থনীতিবিদ অ্যানগাস ডেটন।
‘ভোগ, দারিদ্র্য ও জনকল্যাণ’ বিষয়ে গবেষণার জন্য তাঁকে এই পুরস্কার দেওয়া হয়।
আজ সোমবার সুইডেনের রাজধানী স্টকহোমে এক সংবাদ সম্মেলনে দ্য রয়েল সুইডিশ অ্যাকাডেমি অব সায়েন্সেস এ ঘোষণা দেয়। খবর বিবিসির।
যুক্তরাজ্যের এডিনবার্গে ১৯৪৫ সালে জন্মগ্রহণ করেন অ্যানগাস ডেটন। তিনি ১৯৮৩ সাল থেকে যুক্তরাষ্ট্রের নিউজার্সি অঙ্গরাজ্যের প্রিন্সটন ইউনিভার্সিটির অর্থনীতি এবং আন্তর্জাতিক বিষয়ের অধ্যাপক হিসেবে দায়িত্ব পালন করছেন।
Title: Re: অর্থনীতিতে নোবেল পেলেন অ্যানগাস ডেটন
Post by: monirulenam on March 02, 2016, 11:32:31 AM
Good