Daffodil International University
Help & Support => Common Forum/Request/Suggestions => Topic started by: Shah Alam Kabir Pramanik on October 13, 2015, 03:52:52 PM
-
এ বছর অর্থনীতিতে নোবেল পেয়েছেন ইঙ্গো-মার্কিন অর্থনীতিবিদ অ্যানগাস ডেটন।
‘ভোগ, দারিদ্র্য ও জনকল্যাণ’ বিষয়ে গবেষণার জন্য তাঁকে এই পুরস্কার দেওয়া হয়।
আজ সোমবার সুইডেনের রাজধানী স্টকহোমে এক সংবাদ সম্মেলনে দ্য রয়েল সুইডিশ অ্যাকাডেমি অব সায়েন্সেস এ ঘোষণা দেয়। খবর বিবিসির।
যুক্তরাজ্যের এডিনবার্গে ১৯৪৫ সালে জন্মগ্রহণ করেন অ্যানগাস ডেটন। তিনি ১৯৮৩ সাল থেকে যুক্তরাষ্ট্রের নিউজার্সি অঙ্গরাজ্যের প্রিন্সটন ইউনিভার্সিটির অর্থনীতি এবং আন্তর্জাতিক বিষয়ের অধ্যাপক হিসেবে দায়িত্ব পালন করছেন।
-
Good