Daffodil International University

Entertainment & Discussions => Sports Zone => Football => Topic started by: Shah Alam Kabir Pramanik on October 13, 2015, 03:54:01 PM

Title: ভেনেজুয়েলার বিপক্ষে ঘুরে দাঁড়ানোর অপেক্ষায় ব্রাজিল
Post by: Shah Alam Kabir Pramanik on October 13, 2015, 03:54:01 PM
চিলির মাঠে হারের ধাক্কা কাটিয়ে বিশ্বকাপ বাছাইয়ে ঘুরে দাঁড়াতে ভেনেজুয়েলার বিপক্ষে জ্বলে উঠতেই হবে ব্রাজিল দলকে। তবে জয়ের পথে ফিরতে কঠিন লড়াই করতে হবে বলে মনে করেন মিডফিল্ডার লুইস গুস্তাভো।

আগামী বুধবার বাংলাদেশ সময় সকালে নিজেদের মাঠে ভেনেজুয়েলার মুখোমুখি হবে পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়নরা।   
 
গত বুধবার বাছাইপর্বের প্রথম রাউন্ডে চিলির মাঠ থেকে ২-০ গোলে হেরে আসে ব্রাজিল। ওই ম্যাচে দলের খেলোয়াড়দের হতাশাজনক পারফরম্যান্স দুশ্চিন্তার অন্যতম কারণ। তার উপর আবার এই ম্যাচেও ফিফার নিষেধাজ্ঞার কারণে খেলতে পারবেন না নেইমার। চোটের কারণে রক্ষণের গুরুত্বপূর্ণ খেলোয়াড় দাভিদ লুইসও দলে নেই।
 
সবমিলে কার্লোস দুঙ্গার দলে সমস্যা ঢের। তবে এত বাধার পরও সাফল্য পেতে আশাবাদী ভলফসবুর্গের খেলোয়াড় গুস্তাভো।
 
“আমাদের দল খুব ভালো খেলতে পারে, আমাদের মানসম্পন্ন খেলোয়াড় আছে।”
 
গত সপ্তাহে প্রথম রাউন্ডে হেরেছিল ভেনেজুয়েলাও, ঘরের মাঠের ওই ম্যাচে তারা ১-০ গোলে প্যারাগুয়ের কাছে হারে।
 
প্রথম ম্যাচ হারায় ভেনেজুয়েলা এবার রক্ষণাত্মক খেলবে বলে মনে করেন গুস্তাভো। তবে প্রতিপক্ষের রক্ষণ ভেঙে গোল করার বিষয়ে আত্মবিশ্বাসী গুস্তাভো।