Daffodil International University
Entertainment & Discussions => Sports Zone => Football => Topic started by: Anuz on October 14, 2015, 04:33:57 PM
-
কমলা রং ছাড়া ইউরোপ-সেরার প্রতিযোগিতা ভাবা যায় নাকি! ১৯৮৪ সালের পর হল্যান্ড ছাড়া আয়োজিত হয়নি ইউরো চ্যাম্পিয়নশিপের একটি চূড়ান্তপর্বও। ৩২ বছর পর ২০১৬ সালের ইউরো আয়োজিত হতে যাচ্ছে ‘টোটাল ফুটবলের’ জনকদের ছাড়াই। বাছাইপর্বে নিজেদের গ্রুপে ১০ ম্যাচে ১৩ পয়েন্ট নিয়ে চেক প্রজাতন্ত্র, আইসল্যান্ড আর তুরস্কের নিচে থেকে ইউরোর চূড়ান্তপর্বে খেলার অধিকার হারিয়েছে গত বিশ্বকাপের তৃতীয় দল এই হল্যান্ড।
গতরাতে চেক প্রজাতন্ত্রের বিপক্ষে নিজেদের হোম ম্যাচটি অনেক সমীকরণ মাথায় নিয়েই খেলতে নেমেছিলেন আরিয়েন রোবেন-ওয়েসলি স্নাইডাররা। প্লে অফের আশা টিকিয়ে রাখতে হলে চেকদের বিপক্ষে কেবল জয় পেলেই হতো না, অন্য ম্যাচে তুরস্ককে হারতে হতো আইসল্যান্ডের বিপক্ষে। কিন্তু দুই সমীকরণের কোনোটাই মেলেনি, চেকদের বিপক্ষে পাওয়া হয়নি প্রত্যাশার জয়, আইসল্যান্ডও হারাতে পারেনি তুরস্ককে। সব মিলিয়ে ইউরোর চূড়ান্তপর্বে খেলার আশা ত্যাগই করতে হচ্ছে হল্যান্ডকে।