Daffodil International University
Health Tips => Protect your Health/ your Doctor => Topic started by: mahmudul_ns on October 20, 2015, 12:55:17 PM
-
ক্যানসার মোকাবিলায় চিকিৎসকদের সহায়তার জন্য এবার ভারতে তৈরি হয়েছে মোবাইল অ্যাপ্লিকেশন। এই মোবাইল অ্যাপে ৬৫ রকমের ক্যানসার ও তার চিকিৎসার নির্দেশনা রয়েছে। ফলে গ্রামগঞ্জে কর্মরত চিকিৎসকেরাও ক্যানসার রোগ এবং চিকিৎসা সম্পর্কে জানতে ও রোগীদের পরামর্শ দিতে পারবেন। ক্যানসারের চিকিৎসা নিয়ে যুক্তরাষ্ট্রের চিকিৎসক ও বিজ্ঞানীদের একটি যুগ্ম কমিটির সঙ্গে ভারতের মুম্বাইয়ের টাটা মেমোরিয়াল হাসপাতালের ক্যানসার চিকিৎসকদের যৌথ উদ্যোগে টিএনএম অ্যাপটি তৈরি করেছে। টাটার হাসপাতালে ক্যানসারের চিকিৎসকদের হাতে ‘হ্যান্ডবুক’ হিসেবে তুলে দেওয়া হবে এই অ্যাপটি।
হাসপাতালের পরিচালক রাজেন্দ্র বাদউই সাংবাদিকদের বলেছেন, ‘প্রায় ৬৫ রকমের ক্যানসার, তার উপসর্গ, রোগের লক্ষণ, চিকিৎসা পদ্ধতি সম্পর্কে তথ্য পাওয়া যাবে এই অ্যাপ থেকে। ফলে ক্যানসার-সম্পর্কিত রোগনির্ণয় ও নিরাময়ে চিকিৎসকদের সাহায্য করবে এই অ্যাপটি।’ এটি একবার নামিয়ে নিলে ইন্টারনেট সংযোগ ছাড়াই ব্যবহার করা যাবে। বিশ্বের বিভিন্ন প্রান্তের চিকিৎসকেরা এই অ্যাপ সম্পূর্ণ বিনা মূল্যে ডাউনলোড করতে পারবেন। আপাতত ১৯টি দেশে প্রকল্পটি কার্যকর করা হবে। শুধু চিকিৎসকই নন, এই অ্যাপ রোগী আর তাঁর আত্মীয়দের ক্যানসার সম্পর্কে জানাতে সাহায্য করবে। তিনি আরও বলেছেন, আগামী বছরের ফেব্রুয়ারি থেকে এই অ্যাপের কার্যক্রম শুরু করা হবে।
20.10.15 the daily prothom alo