Daffodil International University
Faculty of Engineering => EEE => Topic started by: abdussatter on October 31, 2015, 12:15:58 PM
-
ফেসবুকে আমরা যা-ই করি না কেন, তার প্রতিটা কাজের হিসাব রাখে এই ওয়েবসাইটটি। শুধু কোনো ছবিতে লাইক দেওয়া বা কোনো পোস্টে মন্তব্য করার তথ্যই যে সংরক্ষণ করে তা নয়, বরং ব্যবহারকারীর পরের আচরণ, বিশেষ করে তথ্য খোঁজার (সার্চ) গতিবিধিও নজরে রাখে ফেসবুক। গুগলের মতোই ফেসবুকেও ব্যবহারকারীর প্রতিটা অনুসন্ধানের বিবরণ থেকে যায়। অন্যভাবে বলা যায়, ফেসবুক সার্চ বক্সে যখনই কারও নাম লিখে খোঁজা হয়, তখনই দিনক্ষণসহ তা লিপিবদ্ধ হয়।
ফেসবুকে নিজে কী খুঁজেছেন, তা অবশ্য অন্য কেউ দেখতে পারবে না। ফেসবুকের গোপনীয় নীতিমালায় এটা আগে থেকেই নির্ধারণ করে দেওয়া থাকে। কিন্তু বর্তমানে বেশির ভাগই ব্যবহারকারী একই সঙ্গে তাঁদের কম্পিউটার ও মুঠোফোনে ফেসবুক সচল রাখেন। এর মানে হলো, নিজের এই কম্পিউটার বা যন্ত্র যদি অন্য কারও হাতে পড়ে, তাহলে একমুহূর্তেই লুকানো যত অনুসন্ধান, সব দেখে নেওয়া সম্ভব। তবে নিজের এই অনুসন্ধান ইতিহাস সম্পাদনা করা বা পুরোপুরি মুছে দেওয়া সম্ভব।
এ জন্য ফেসবুকে প্রবেশ করে ওপরের দিকে থাকা সার্চ বক্সে ক্লিক করুন। সাম্প্রতিক সময়ে করা কিছু অনুসন্ধানের ফলাফল দেখার পাশাপাশি একটু ডানেই EDIT নামে একটা অপশন পাওয়া যাবে। এটি নির্বাচন করুন। অনুসন্ধান ইতিহাসের পৃষ্ঠাটি খুললে সেখান থেকে নির্দিষ্ট অনুসন্ধান মুছতে চাইলে ডানে গোলাকার বা সার্কেল আইকনটি ক্লিক করে মুছে দিতে পারেন। আর যদি সব ইতিহাস মুছে ফেলতে চান, তাহলে ডান কোনায় থাকা Clear Searches ক্লিক করুন।
একটি সতর্কীকরণ পপ-আপ এলে আবার একই অপশনে ক্লিক করুন। ফেসবুকের শুরু থেকে এ পর্যন্ত করা যাবতীয় অনুসন্ধান ইতিহাস মুছে যাবে।
Source: Prothom alo
-
Thanks for sharing.