Daffodil International University

Faculty of Engineering => EEE => Topic started by: abdussatter on November 03, 2015, 01:55:51 PM

Title: গুগল সার্চে এক পাতায় অনেক তথ্য
Post by: abdussatter on November 03, 2015, 01:55:51 PM
সাধারণত গুগলে কিছু খুঁজলে প্রত্যেক পাতায় ১০টি আলাদা ফলাফল দেখায়। অনেকেই এই ১০টির মধ্যে তার কাঙ্ক্ষিত ফলটা না পেলে সার্চের কি-ওয়ার্ড বদলিয়ে আবার খুঁজতে থাকে। সার্চ ইঞ্জিন অপমাইজেশনের কারণে প্রথম ১০টি ফলাফল নির্ধারণ করা হলেও কখনো দ্বিতীয় পেজেও কাঙ্ক্ষিত ফলাফল পাওয়া যেতে পারে। তাই গুগল সার্চের সেটিংসে কিছু পরিবর্তন আনলে একই পাতায় কমপক্ষে ১০ থেকে ১০০টি পাতা দেখার সুবিধা পেতে পারেন।
যা করবেন
এই কাজটি করতে গুগলের ইনস্ট্যান্ট প্রেডিকশন বা তাৎক্ষণিক অনুমান বন্ধ করে দিতে হবে। এতে প্রতিটি পাতায় ১০টির বেশি ফলাফল দেখা যাবে। এ জন্য www.google.com-এ চলে যান। জিমেইল থেকে আপনার গুগল অ্যাকাউন্টে লগ-ইন করুন। একই পাতায় একাধিক রেজাল্ট দেখতে জিমেইলে লগ-ইন না করলেও চলবে তবে লগ-ইন থাকলে সেটিংসটি গুগল অ্যাকাউন্টে সংরক্ষিত থাকবে এবং পরবর্তী সময়ে তথ্য খোঁজার বেলায় কাজে দেবে। তাই জিমেইলে লগ-ইন করে যেকোনো সার্চ কি-ওয়ার্ড লিখে এন্টার চাপুন। সার্চের পাতার ডান পাশের ওপরের গিয়ার মেনুতে ক্লিক করে এর তালিকার Search settings-এ ক্লিক করুন। গুগল সার্চ সেটিংস পাতা এলে Google instant predictions-এর মধ্যে থাকা Never show instant results এর পাশে ক্লিক করুন। এবার নিচের Results per page সেকশনের স্লাইডারকে ডান দিকে নিয়ে পছন্দমতো ২০ বা ৩০ এর দিকে দিয়ে রাখুন। প্রতিটি ফলাফলে ক্লিক করে আলাদা ট্যাবে/উইন্ডোতে খুলতে চাইলে Where results open সেকশনের Open each selected result in a new browser window-এর পাশে টিক দিয়ে ফলগুলোতে ক্লিক করলে সেটি আলাদা উইন্ডোতে খুলবে। নিচের Save বোতাম চেপে সেটিংসকে সংরক্ষণ করে নিন। এবার জিমেইল সাইন-ইন করার পর যেকোনো তথ্য খুঁজতে গেলে আপনার নির্বাচন করা সংখ্যা অনুযায়ী প্রত্যেক পাতায় ফলাফল দেখাবে।

Source: Prothom alo
Title: Re: গুগল সার্চে এক পাতায় অনেক তথ্য
Post by: myforum2015 on November 21, 2015, 03:33:47 PM
Thanks Sir.
Title: Re: গুগল সার্চে এক পাতায় অনেক তথ্য
Post by: Kazi Taufiqur Rahman on November 23, 2015, 06:04:54 PM
Thanks for sharing.