Daffodil International University

Entertainment & Discussions => Sports Zone => Cricket => Topic started by: Tofazzal.ns on November 04, 2015, 07:01:11 PM

Title: ‘ভাগ্যের জোরে বিশ্বকাপ কোয়ার্টারে সুযোগ পেয়েছিল বাংলাদেশ’-ডেভ হোয়াটমোর
Post by: Tofazzal.ns on November 04, 2015, 07:01:11 PM
মাশরাফির নেতৃত্বে ২০১৫ ওয়ানডে বিশ্বকাপে প্রথমবারের মত কোয়ার্টার ফাইনাল খেলার গৌরভ অর্জন করে বাংলাদেশ ক্রিকেট দল। অপেক্ষাকৃত দুর্বল আফগানিস্তান, স্কটল্যান্ডকে হারানো ছাড়াও ক্রিকেট পরাশক্তি ইংল্যান্ডকে হারিয়ে শেষ আটে নাম লেখায় বাংলাদেশ। বৃষ্টির কারণে বাংলাদেশ ও অস্ট্রেলিয়ার ম্যাচটি হয়নি। সেখানে ম্যাচ পয়েন্ট ভাগাভাগি করে দুই দল। বিশ্বকাপে নজরকাড়া পারফরম্যান্স করলেও বাংলাদেশের প্রাক্তন কোচ ডেভ হোয়াটমোর মনে করেন বিশ্বকাপে বাংলাদেশের পারফরম্যান্সের সঙ্গে ছিল ভাগ্যের মৃসণ। এ কারণে কোয়ার্টার ফাইনাল খেলতে পেরেছিল দলটি। ডেভ হোয়াটমোর বাংলাদেশে এসেছেন জিম্বাবুয়ে ক্রিকেট দলের কোচ হয়ে। মঙ্গলবার দলের অনুশীলন শেষে ডেভ হোয়াটমোর সংবাদ সম্মেলনে বলেন, ‘বিশ্বকাপে বাংলাদেশ বেশ ভাগ্যবানও ছিলো। কারণ ব্রিসবেনে তাদের একটি ম্যাচ বৃষ্টিতে বাতিল হয় এবং তাদের ওই প্রতিপক্ষই শেষ পর্যন্ত বিশ্বকাপ জিতেছে। কোয়ার্টার ফাইনালে ওঠাই বাংলাদেশের সেরা প্রাপ্তি।’ তবে বিশ্বকাপের পর যে বাংলাদেশ পাল্টে গেছে সেটা ডেভ হোয়াটমোর নিজেই স্বীকার করেছেন। ক্রিকেটের অন্যতম পরাশক্তি হিসেবে নিজেদেরকে প্রতিষ্ঠিত করেছে বাংলাদেশ, এমনটিই স্বীকার করেন হোয়াটমোর। তার ভাষায়, ‘বিশ্বকাপের পরে ঢাকায় এসেও তারা (বাংলাদেশ) সেই ফর্ম ধরে রেখেছে। তারা এখন বেশ ভালো দল।’