Daffodil International University

Entertainment & Discussions => Sports Zone => Cricket => Topic started by: Tofazzal.ns on November 04, 2015, 07:14:47 PM

Title: অবশেষে শাহরিয়ার নাফিসকে সুখবর দিয়েছে বিসিবি
Post by: Tofazzal.ns on November 04, 2015, 07:14:47 PM
জাতীয় লিগে নিজ দলের হয়ে দুর্দান্ত পারফর্ম করেছেন শাহরিয়ার নাফিস। শাহরিয়ারের ব্যাটিং শুধু ভক্তদের নজর কেড়ে নেয়নি ধারনা পাল্টে দিয়েছেন বিসিবির। শাহরিয়ার নাফিসকে নিয়ে এবার সিদ্ধান্ত নিয়েছে বিসিবি। এবারের জাতীয় লিগে দুটি সেঞ্চুরি করেছেন শাহরিয়ার নাফিস। দুটি সেঞ্চুরিই ছিল ডাবল সেঞ্চুরির কাছাকাছি। ৬ষ্ঠ পর্বের জাতীয় লিগে শাহরিয়ার জোড়া সেঞ্চুরি পান। প্রথম ইনিংসে ওপেনার হিসাবে ১৬৮ রান করেন তিনি। অন্যদিকে দ্বিতীয় ইনিংসে ১৭৪ রানে অপরাজিত থাকেন এই মারকুটে ক্রিকেটার। জাতীয় দলে শাহরিয়ার স্বপ্নের মতই শুরুটা করেছিলেন। কিন্তু হোচট খেয়ে দীর্ঘদিন দলের বাইরে থাকেন তিনি। এবার জাতীয় লিগে ফর্মে ফেরায় জিম্বাবুয়ের বিরুদ্ধে মাঠে দেখা যাবে তাকে। জাতীয় দলের একাদশেও দেখা যেতে পারে শাহরিয়ারকে।