Daffodil International University
Bangladesh => Positive Bangladesh => Topic started by: Tofazzal.ns on November 04, 2015, 07:19:19 PM
-
জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত সরকারি কলেজগুলোকে পাবলিক বিশ্ববিদ্যালয়ের অধীনে নেওয়ার নীতিগত সিদ্ধান্ত হয়েছে।
সারাদেশের মোট ৩১১ সরকারি কলেজকে পর্যায়ক্রমে পাবলিক বিশ্ববিদ্যালয়ের অধীনে নেওয়া হবে। যেসব বিশ্ববিদ্যালয় অতিরিক্ত কলেজের দায়িত্ব নিতে চায়, বা সেসব কলেজের শিক্ষার্থীদের বহন করার সামর্থ্য আছে, তাদের দ্রুত সময়ে দেওয়া হবে। আর বাকি কলেজগুলোকে পর্যায়ক্রমে বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয়ের আওতায় আনা হবে।
বৃহস্পতিবার বিকেলে শিক্ষা মন্ত্রণালয়ে এ সংক্রান্ত এক বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়।
বৈঠকে অংশ নেওয়া শিক্ষা মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (পাবলিক বিশ্ববিদ্যালয়) মো. হেলাল উদ্দিন সমকালকে বলেন, 'বিষয়টি অনেক দিনের পুরনো এজেন্ডা। আজ এর নীতিগত অনুমোদন হয়েছে। তবে একবারে সব সরকারি কলেজকে পাবলিক বিশ্ববিদ্যালয়ের অধীনে না এনে বরং পর্যায়ক্রমে করার পক্ষে মত এসেছে। আমরা সেভাবে বাস্তবায়ন করতে পারব আশা করছি।'
গত বছরের ৩১ আগস্ট প্রধানমন্ত্রী শেখ হাসিনা শিক্ষা মন্ত্রণালয় পরিদর্শন করতে গিয়ে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীন সরকারি কলেজগুলোকে সংশ্লিষ্ট এলাকায় অবস্থিত সরকারি ও স্বায়ত্তশাসিত বিশ্ববিদ্যালয়ের অধীনে নেওয়ার নির্দেশ দেন।