Daffodil International University
Entertainment & Discussions => Sports Zone => Football => Topic started by: Tofazzal.ns on November 10, 2015, 09:24:31 PM
-
আর্জেন্টিনার ঘরের মাঠ বুয়েন্স আয়ারসে, মুখোমুখি হবে চির প্রতিদ্বন্দ্বী ব্রাজিল- আর্জেন্টিনা বাংলাদেশ সময় ১৩ নভেম্বর ভোর ৬টায় ম্যাচটি অনুষ্ঠিত হবে।
প্রতিপক্ষ আর্জেন্টিনা, তাই নিজেদের সেরাটাকে প্রস্তুত করতে, সাও পাওলো'তে অনুশীলনে ব্যস্ত সময় পার করছে দুঙ্গা'র শিষ্যরা। বিশ্বকাপ বাছাইয়ের প্রথম ম্যাচে চিলির কাছে ২-০ গোলে হারের পর, ভেনিজুয়েলার বিপক্ষে ৩-১ গোলে জয় পেয়ে ঘুরে দাঁড়ায় ব্রাজিল।
বর্তমানে 'সি' গ্রুপে দশটি দলের মধ্যে ৫ম অবস্থানে আছে ব্রাজিল। ৪ ম্যাচে নিষেধাজ্ঞা কাটিয়ে ফিরছেন অধিনায়ক নেইমার। তবে ইনজুরির কারণে খেলতে পারবেন না আর্জেন্টিনার অধিনায়ক মেসি ও অ্যাগুয়েরো।
এদিকে, বিশ্বকাপ বাছাইয়ের প্রথম দুটি ম্যাচে হোঁটচ খেয়েছে আর্জেন্টিনা। 'সি' গ্রুপে ইকুয়েডরের কাছে ২-০ গোলে হার এবং প্যারাগুয়ের সাথে গোলশূন্য ড্রয়ের পর জয়ের দেখা পেতে মরিয়া হয়ে আছে তাতা মার্টিনোর শিষ্যরা। তাই নিজেদের পরবর্তী ম্যাচে ব্রাজিলের বিপক্ষের জয়ের লক্ষ্য নিয়ে মাঠে নামবে আর্জেন্টাইনরা।
-
বাঘে- সিং হে লরাই............ 8)