Daffodil International University

Health Tips => Health Tips => Topic started by: faruque on November 12, 2015, 10:04:33 AM

Title: দিনে ছয় ঘণ্টা দাঁড়িয়ে থাকলে ভুঁড়ি কমবে!
Post by: faruque on November 12, 2015, 10:04:33 AM
দিনে ছয় ঘণ্টা দাঁড়িয়ে থাকলে ভুঁড়ি কমবে!

(http://www.bd-pratidin.com/assets/news_images/2015/11/07/weight.jpg)

দিনে অন্তত ছয় ঘণ্টা দাঁড়িয়ে থাকলে স্থূলতার ঝুঁকি প্রায় ৩২ শতাংশ কমে যায় বলে জানিয়েছেন আমেরিকান ক্যান্সার সোসাইটির একদল গবেষক। এ গবেষণায় ২০১০ সাল থেকে ২০১৫ সালের মধ্যে সাত হাজারের বেশি প্রাপ্তবয়স্ক মানুষের ওপর পরীক্ষা চালানো হয়। বিশেষ করে দাঁড়িয়ে থাকার সঙ্গে স্থূলতার সম্পর্কের বিষয়টি নিয়ে গবেষণা করা হয়।  গবেষণায় দেখা যায়, পুরুষদের ক্ষেত্রে দিনের এক-চতুর্থাংশ সময় দাঁড়িয়ে কাটানোর ফলে স্থূলতার ঝুঁকি ৩২ শতাংশ কমে যায়। দিনের অর্ধেক সময় দাঁড়িয়ে কাটালে স্থুলতার ঝুঁকি ৫৯ শতাংশ কমে। কিন্তু দিনের তিন-চতুর্থাংশের বেশি সময় দাঁড়িয়ে কাটানোর সঙ্গে স্থুলতার ঝুঁকি কমার কোনো সম্পর্ক দেখেননি গবেষকরা। নারীদের ক্ষেত্রে দিনে ৬ ঘণ্টা ও ১২ ঘণ্টা দাঁড়িয়ে কাটানোর সঙ্গে পেটের মেদ কমে যাওয়ার হার যথাক্রমে ৩৫ শতাংশ ও ৪৭ শতাংশ।

  বিডি-প্রতিদিন/ ০৭ নভেম্বর, ২০১৫/ রশিদা   - See more at: http://www.bd-pratidin.com/life/2015/11/07/108256#sthash.LCzvmKFh.dpuf