Daffodil International University
IT Help Desk => ICT => Topic started by: faruque on November 16, 2015, 10:04:50 AM
-
রাজধানীতে জমে উঠেছে ল্যাপটপ মেলা
(http://www.bd-pratidin.com/assets/news_images/2015/11/12/lap1.jpg)
প্রযুক্তিপণ্য বিপণন প্রতিষ্ঠান এক্সপোমেকারের আয়োজনে রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে (বিআইসিসি) শুরু হয়েছে তিন দিনব্যাপী 'এডুকেয়ার ল্যাপটপ মেলা ২০১৫'। বৃহস্পতিবার (১২ নভেম্বর) সকাল ১০টায় মেলা প্রাঙ্গণ উন্মুক্ত করা হয়। মেলা চলবে শনিবার (১৪ নভেম্বর) পর্যন্ত। প্রতিদিন সকাল ১০টা থেকে শুরু হয়ে মেলা চলবে রাত ৮টা পর্যন্ত।
এবারের মেলায় কোনো উদ্বোধনী আনুষ্ঠানিকতা রাখা হয়নি। জানতে চাইলে এক্সপোমেকারের পরিচালনা বিভাগের প্রধান নাহিদ হাসনাইন সিদ্দিকী বলেন, মেলা উদ্বোধনের জন্য সংশ্লিষ্ট যেসব মন্ত্রী বা প্রতিমন্ত্রীকে আমরা চেয়েছিলাম তাদের অধিকাংশই দেশের বাইরে। ফলে শেষ পর্যন্ত উদ্বোধনী আনুষ্ঠানিকতা বাদ দিয়েই মেলা শুরু করতে হয়েছে।
তিনি জানান, ২০০৮ সাল থেকে প্রতিবছর এ মেলার আয়োজন করা হচ্ছে। বিগত বছরগুলোতে অনুষ্ঠিত মেলায় শিক্ষার্থী, তরুণ প্রজন্মসহ সবার অংশগ্রহণ ছিল প্রত্যাশার চেয়েও বেশি। কলেবর বৃদ্ধির পাশাপাশি এবারের মেলাটি আগের সব মেলা থেকে আরও আকর্ষণীয় হবে বলে মনে করছি।
সকালের দিকে মেলায় দর্শনার্থী, ক্রেতার উপস্থিতি তেমন একটা দেখা না গেলেও বেলা গড়াতেই বাড়তে থাকে দর্শনার্থীর ভিড়। সন্ধ্যার পর জমে ওঠে মেলা প্রাঙ্গন।
এবারের মেলার প্রবেশ মূল্য ৩০ টাকা। স্কুলের শিক্ষার্থীরা বিনামূল্যে মেলায় প্রবেশ করতে পারবে। তবে শিক্ষার্থীদের অবশ্যই সংশ্লিষ্ট শিক্ষা প্রতিষ্ঠানের পরিচয়পত্র বা পোশাক পরিহিত থাকতে হবে। প্রতিবন্ধীরা বিনামূল্যেই প্রবেশ করতে পারবেন মেলায়।
মেলায় থাকছে ৭টি প্যাভিলিয়ন, ১৩টি মিনি প্যাভিলিয়ন। এসব প্যাভিলিয়নের ৪৯ স্টলে দেশ-বিদেশের শীর্ষস্থানীয় প্রযুক্তিপণ্য নির্মাতা ও বিপণনকারী প্রতিষ্ঠানগুলো তাদের সর্বশেষ প্রযুক্তির পণ্য প্রদর্শন ও বিক্রি করবে। মেলায় এসব পণ্যে থাকছে বিশেষ ছাড় ও আকর্ষণীয় উপহার। মেলা উপলক্ষে ৪টি সেমিনার ও কর্মশালা অনুষ্ঠিত হবে। এছাড়াও থাকছে গেমিং প্রতিযোগিতা।
এবারের মেলায় এসার, আসুস, ডেল, এইচপি, লেনোভো, তোশিবা, সনি, টুইনমস, গিগাবাইট, ডিলাক্স, এক্সট্রিম, লজিটেক, ডিলিংক, আইনল, শাওমি, এইচটিএস, মাইক্রোল্যাব, প্রেস্টিজিও, ইসেট অ্যান্টিভাইরাস, সিস ইনফ্লেক্সিয়ন পয়েন্টের মতো ব্র্যান্ডের পণ্য পাওয়া যাবে।
মেলায় অংশ নিচ্ছে স্মার্ট টেকনোলজিস লিমিটেড, গ্লোবাল ব্র্যান্ড (প্রা.) লিমিটেড, কম্পিউটার সোর্স, ফ্লোরা লিমিটেড, লেনোভো, এইচটিএস, গ্যাজেট গ্যাং সেভেন, ডিএক্স জেনারেশন মাইক্রোল্যাব, কম্পিউটার ভিলেজ, এজিডি আইটি সল্যুউশনস, বিট্রাক টেকনোলজিস লিমিটেডসহ আরও কিছু প্রতিষ্ঠান।
মেলায় পাওয়া যাবে ট্যাবলেট, কম্পিউটার, ইন্টারনেট সিকিউরিটি পণ্য ও ল্যাপটপের আনুষঙ্গিক গ্যাজেটও। বিশেষ ছাড়, উপহারের পাশাপাশি মেলায় বেশ কয়েকটি নতুন মডেলের ল্যাপটপের মোড়ক উন্মোচন করা হবে।
মেলা উপলক্ষে ফেসবুকের অফিসিয়াল ইভেন্ট পেজে কুইজ প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। আগ্রহীরা https://goo.gl/wdcWjT ঠিকানায় গিয়ে কুইজে অংশ নিয়ে ল্যাপটপ, ট্যাবলেট, স্মার্টফোনসহ আকর্ষণীয় পুরস্কার জিতে নিতে পারবেন।
মেলার টিকিট বুথ পার্টনার ই-স্ক্যান অ্যান্টিভাইরাস, রেডিও পার্টনার পিপলস রেডিও এবং মিডিয়া পার্টনার হিসেবে থাকছে দেশের প্রযুক্তিবিষয়ক নিউজ পোর্টাল টেকশহর.কম।
বিডি-প্রতিদিন/১২ নভেম্বর ২০১৫/ এস আহমেদ
- See more at: http://www.bd-pratidin.com/tech-world/2015/11/12/109236#sthash.NvIAKUsT.dpuf