Daffodil International University

Faculty of Science and Information Technology => Science and Information => Topic started by: tasnuba.swe on November 21, 2015, 04:45:17 PM

Title: Mobile apps can define which mobile or internet package is better
Post by: tasnuba.swe on November 21, 2015, 04:45:17 PM
 মোবাইল সেবাদাতা প্রতিষ্ঠানগুলোতে কলবিষয়ক প্রায় ২০০ প্যাকেজ এবং প্রায় তিন হাজার ইন্টারনেট প্যাকেজ রয়েছে। ব্যবহারকারীরা নিজের প্রয়োজন অনুযায়ী বুঝে উঠতে পারেন না কোনটা তাঁর জন্য ভালো। আমাদের এ অ্যাপটি সে কাজটি করে দেবে। অ্যাপটি ইনস্টল করলে ব্যবহারকারীর কল কিংবা ইন্টারনেট ব্যবহার দেখে কোন প্যাকেজটি ব্যবহারকারীর জন্য সেরা সেটি বলে দেবে।
অ্যাপটি বর্তমানে গুগল প্লেস্টোরে (http://bit.ly/1McjIm7) পাওয়া যাচ্ছে
source:http://www.prothom-alo.com/technology/