Daffodil International University
Entertainment & Discussions => Story, Article & Poetry => Topic started by: akazad600 on November 22, 2015, 01:34:34 PM
-
ইতিহাস নিরেট দুঃস্বপ্ন। এক-একটি মৃত্যুর সমান। আমি জেগে উঠি, ক্ষণে ক্ষণে ক্ষণান্তরে;
জানি, মৃত্যু নয় জীবনের মান,
দেখি, ঝুরঝুর ঝরে পড়ে কবরের ইটসুরকি;
অনন্ত মৃত্যুর অন্তরাল ভেঙে
আমি পাখা মেলি। সাক্ষী ইতিহাস।
কবে উবে গেছে ডাইনির পাহাড়,
সূর্যরশ্মি ছড়িয়ে পড়েছে গোরস্তানে।
দূই ভাই ঢুকল এসে প্রস্তর মারিয়ে
হাবিল, কাবিল। এরপর..
ভাইয়ের দুহাত উপচে ভাইয়ের উতল রক্তস্রোত;
ভোর হলো। মানুষের কন্ঠস্বরে জেগে উঠি।
Source...http://arts.bdnews24.com/?p=7119#more-7119
-
valo legechey....
-
hmm. very good.