Daffodil International University

IT Help Desk => Internet => Topic started by: sisyphus on November 22, 2015, 02:42:57 PM

Title: ৪কে টিভিতে বাড়বে বিদ্যুৎ বিল
Post by: sisyphus on November 22, 2015, 02:42:57 PM
পুরো বিশ্ব যখন জলবায়ু পরিবর্তনের ঝুঁকিতে আছে, তখন গ্রিন টেকনোলজি বা পরিবেশবান্ধব প্রযুক্তির বদলে কার্বন নিঃস্বরণ বাড়িয়ে দেয়াটা মোটেই কাজের কিছুনা।

আমার মতে ফুল ডেফিনেশন টিভিই যথেষ্ট  8)


____________________

আল্ট্রা হাই-ডেফিনেশন (ইউএইচডি) টিভি নিয়ে চলছে নানা আলোচনা, যা ৪কে টিভি হিসেবেও পরিচিত। প্রচলিত হাই-ডেফিনেশন টিভির তুলনায় চারগুণ উন্নত রেজুলিউশন পাওয়া যায় এতে। কিছু বেশি পেতে গেলে কিছু তো বেশি দিতেই হবে, এক্ষেত্রেও এর ব্যতিক্রম নয়। এক্ষেত্রে ব্যবহারকারীকে দিতে হচ্ছে বাড়তি বিদ্যুৎ বিল, আর এই বাড়তি বিলের পরিমাণ সাধারণ টিভির তুলনায় ৩০ শতাংশ বেশি বলে জানিয়েছে পরিবেশবিষয়ক নিউ ইয়র্কভিত্তিক সংস্থা ন্যাচারাল রিসোর্স ডিফেন্স কাউন্সিল (এনআরডিসি)।

(http://i.imgur.com/mdE9NcR.jpg)

৪৯ থেকে ৫৫ ইঞ্চির মধ্যে ২০টি এলসিডি টিভি, একটি ওএলইডি টিভি নিয়ে এই একটি গবেষণা চালায় এনআরডিসি আর তাদের সহায়তাকারীরা। এজন্য নেওয়া হয় এলজি, প্যানাসনিক, স্যামসাং, শার্প আর সনির ২০১৪ থেকে এখন পর্যন্ত বের করা টিভিগুলো। গবেষণার প্রতিবেদনে সংস্থাটি জানায়, “বর্তমান সময়ে যদি সব মার্কিন অধিবাসী তাদের ৩৬ ইঞ্চির প্রচলিত টিভির জায়গায় ৪কে টিভি ব্যবহার শুরু করেন তবে দেশের মোট বিদ্যুৎ বিল ১শ’ কোটি ডলার বেড়ে যাবে।” আর এর ফলে এক বছর পর দেশটিতে ঘন্টায় ৮শ’ কোটি কিলোওয়াট বাড়তি বিদ্যুৎ ব্যবহৃত হবে। পরিবেশগত দিক থেকে চিন্তা করলে, এর ফলে এক বছরে ৪৫ লাখ মেট্রিক টন বাড়তি কার্বন নিঃসরণ হবে বলে জানান তারা।

টিভি পর্দার আকার নয়, এই টিভির ব্যাকলাইটকেই বাড়তি বিদ্যুৎ প্রয়োজনের কারণ হিসেবে জানানো হয়েছে ওই প্রতিবেদনে।

বিদ্যুৎ নিয়ে আরেকটি উদ্বেগের বিষয় হিসেবে হাই ডাইনামিক রেইঞ্জ (এইচডিআর) এনকোডিং- এর সঙ্গে ভিডিও দেখা হচ্ছে বলে জানিয়েছে মার্কিন সংবাদমাধ্যম সিএনএন। এই ফিচারে প্রতিবার ৪৭ শতাংশ বাড়তি বিদ্যুৎ শক্তি ব্যবহৃত হয়।

নতুন ইউএইচডি টিভিগুলোর ওয়াই-ফাই আর দ্রুত রিবুট পদ্ধতিতেও অতিরিক্ত বিদ্যুৎ দরকার হয় বলে ওই প্রতিবেদনে জানানো হয়।

আশার কথা হচ্ছে, এই মূহুর্তে কম বিদ্যুৎ খরচে এমন প্রযুক্তি ব্যবহারের সুযোগ চলে এসেছে বলে জানিয়েছে সংস্থাটি। এরআরডিসি জানিয়েছে, “বর্তমানে বাজারের কিছু ৪কে টিভি মডেল একই আকারের এইচডি টিভির সমান বা কিছু বেশি বিদ্যুৎ ব্যবহার করে।” সবচেয়ে কম বিদ্যুৎ খরচকারী ৫৫ ইঞ্চি ৪কে টিভির তুলনায় একই আকারের সবচেয়ে বেশি খরচকারী টিভির ব্যবহারের দশ বছরে ২শ’ ৪৬ ডলার বেশি বিদ্যুৎ বিল আসবে।

বিদ্যুৎ বিল কমাতে ৪কে টিভি ব্যবহারকারীদের অটোমেটিক ব্রাইটনেস কন্ট্রোল চালু, ‘কুইক স্টার্ট বুটিং অপশন বন্ধ আর ভিডিও গেইম কনসোল ব্যবহার করে মুভি স্ট্রিমিং থেকে বিরত থাকার পরামর্শ দিয়েছে এনআরডিসি।

তথ্যসূত্রঃ বিডিনিউজ২৪
Title: Re: ৪কে টিভিতে বাড়বে বিদ্যুৎ বিল
Post by: shafayet on November 26, 2015, 02:56:45 AM
expected ..
Title: Re: ৪কে টিভিতে বাড়বে বিদ্যুৎ বিল
Post by: Nujhat Anjum on March 19, 2017, 04:16:52 PM
Nice one.Thanks for sharing.