Daffodil International University
Faculty of Science and Information Technology => Science and Information => Topic started by: Md. Fouad Hossain Sarker on November 22, 2015, 07:46:16 PM
-
অসুখ-বিসুখ মানুষের নিত্যসঙ্গী। কিন্তু স্মার্টফোনের মতো সঙ্গী থাকলে অসুখ-বিসুখ ধারে-কাছে ঘেঁষার সুযোগ পাবে না। বর্তমানে অসুখ-বিসুখ দূরে রাখার নানা অ্যাপ পাওয়া যায়। এসব অ্যাপ স্মার্টফোনে ইনস্টল করা থাকলে প্রকৃতার্থেই অনেক উপকারিতা পাওয়া যায়। স্মার্টফোন ব্যবহারকারীদের সুস্থতায় কাজে লাগতে পারে এমন কিছু অ্যাপস নিয়ে এই প্রতিবেদন-
ব্রেনিঅ্যাপ : অ্যালজাইমার রোগ সম্বন্ধে সাধারণ মানুষকে সচেতন করে তুলতে এই অ্যাপটি বানিয়েছে অস্ট্রেলিয়ার একটি সংস্থা। অ্যালজাইমার ও অন্যান্য স্মৃতিভ্রংশ সংক্রান্ত রোগের বিরুদ্ধে লড়তে বহু জরুরি পরামর্শ দেবে এই অ্যাপ।
গ্লুকো : নির্ভুল ব্লাড সুগার লেভেল নির্ণয়ের ক্ষেত্রে মুশকিল আসান হতে পারে এই অ্যাপ। স্মার্টফোনের ইন্টারফেসের সঙ্গে গ্লুকোর ডিভাইসজুড়ে খুব সহজেই তৈরি করতে পারেন আপনার বিভিন্ন সময়ের ব্লাড সুগার লেভেলের লগ। শেয়ার করতে পারেন চিকিৎসকের সঙ্গে।
ফার্স্ট এইড রেড ক্রসের তৈরি এই অ্যাপ যে কোনো সময়েই আপনার কাজে লাগতে পারে। বিস্তর ভিডিও, ছবি ও তথ্য সহযোগে ফাস্ট এইডের বেসিক শিক্ষা এবং আপদকালীন চিকিৎসায় মিলবে সাহায্য।
মেডহেল্পার : রোগীরা তাদের প্রেসক্রিপশনের তথ্য লোড করতে পারবেন। কখন কোন ওষুধ খেতে হবে, সজাগ করবে এই অ্যাপ।
টাচকেয়ার : যে কোনো প্রান্ত থেকে রোগী এবং চিকিৎসককে জুড়তে জুড়ি নেই এই অ্যাপের। একই ক্ষেত্রে ডক্টর অন ডিমান্ড-এ একবার চোখ বুলিয়ে নিতে পারেন।
নিউট্রিনো : আপনার খাদ্যাভাস এবং দৈনন্দিন শরীরচর্চার ওপর ভিত্তি করে উপযুক্ত মিল প্ল্যান বানাবে এই অ্যাপ।
ডেইলি ইয়োগা : আপনাকে বিভিন্ন যোগ শেখাবে এই অ্যাপ। ভিডিও দেখে দেখে রপ্ত করতে পারেন হরেকরকমের যোগ।
-গ্রেটিস্ট ডটকম অবলম্বনে আহমেদ মনসুর - See more at: http://www.jugantor.com/it-technology/2015/11/22/11651#sthash.yedOHris.dpuf
-
Thanks for sharing.. Very informative
-
By emphasizing on a healthy lifestyle, smartphones are truly making us smart
-
Very informative post.
-
wow....its really good.... :)
-
Interesting...... Thanks for sharing