Daffodil International University

Faculty of Science and Information Technology => Science and Information => Topic started by: Md. Fouad Hossain Sarker on November 23, 2015, 04:44:02 PM

Title: ফেসবুকের আদলে বিজয়বুক
Post by: Md. Fouad Hossain Sarker on November 23, 2015, 04:44:02 PM
অনলাইনে সামাজিক যোগাযোগ বলতে বুঝি ফেসবুক, টুইটার। দুটি প্রতিষ্ঠানই বিদেশি। আমাদের দেশি সোশ্যাল নেটওয়ার্কিং সাইটের সংখ্যা কম হলেও এ নিয়ে কাজ চলছে। তেমনই একটি দেশীয় সোশ্যাল নেটওয়ার্কিং সাইট ‘বিজয়বুক’ http://www.bijoybook.com। নতুন এই বাংলা সোশ্যাল নেটওয়ার্কিং সাইটের উদ্যোক্তা বিজয় দত্ত। তিনি জানান, নিজের আগ্রহ থেকেই তিনি বাংলাদেশের বিভিন্ন সাইট নিয়ে গবেষণা শুরু করেন। নিজের সাইট তৈরির আগে দেখে নেন বাংলাদেশের অন্যান্য সাইটের অবস্থা। এটার কার্যপদ্ধতি অনেকটাই ফেসবুকের মত। এখানে ফ্রেন্ড রিকোয়েস্ট, লাইক, কমেন্ট, চ্যাট ইত্যাদি সব ধরনের সুবিধাই যুক্ত রয়েছে। এই সাইটের প্রথম উদ্ভোবন করা হয় গত ২০১৪ সালের ১৬ ডিসেম্বর। উদ্ভোধন করার প্রথম দিনেই এর সদস্য সংখ্যা দাঁড়ায় ১৯০০(প্রায়)। এরপর গত মাসে সাইট হঠাৎ কোন কারণে ক্রাশ করে এবং ডেটাবেজের সব তথ্য মুছে যায়। অনেকে সাইট হ্যাকিংয়ের কবলে পরেছে বলে মন্তব্য করেন। সাইটটাকে আবার নতুন করে তৈরি করা হয়েছে। বিজয়বুকে একাউন্ট খোলতে ক্লিক করুন- http://www.bijoybook.com - See more at: http://www.bhorerkagoj.net/online/2015/11/22/139008.php#sthash.7k3exFXa.dpuf
Title: Re: ফেসবুকের আদলে বিজয়বুক
Post by: Kazi Taufiqur Rahman on November 23, 2015, 07:26:22 PM
Nice post. Thanks for sharing.