Daffodil International University
Faculty of Science and Information Technology => Science and Information => Topic started by: tasnuba.swe on November 25, 2015, 09:42:53 AM
-
ওয়ার্ল্ড ইউনিভার্সিটি অব বাংলাদেশের সিএসই বিভাগের উদ্যোগে ৪ ও ৫ ডিসেম্বর আয়োজিত হতে যাচ্ছে ৪র্থ সিএসই উত্সব-২০১৫। দুই দিনের এই উৎসবে দেশের বিভিন্ন সরকারি-বেসরকারি বিশ্ববিদ্যালয় ও উচ্চ মাধ্যমিক পর্যায়ের শিক্ষার্থীদের জন্য রয়েছে নানা অনুষ্ঠানে অংশগ্রহণের সুযোগ।
ওয়ার্ল্ড ইউনিভার্সিটির এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, বিশ্ববিদ্যালয় পর্যায়ের ছাত্রছাত্রীদের জন্য থাকছে ‘বট-বল’ নামের রোবোটিকসের প্রতিযোগিতা, আইটি অলিম্পিয়াড, গেমিং প্রতিযোগিতা, ওয়ার্কশপ ও সেমিনারে অংশগ্রহণের সুযোগ। কলেজ পর্যায়ের শিক্ষার্থীদের জন্য থাকছে বিতর্ক প্রতিযোগিতা এবং তথ্যপ্রযুক্তি বিষয়ক অলিম্পিয়াড।
উৎসবের অন্যতম আকর্ষণ হিসেবে আছে তথ্য-প্রযুক্তি বিষয়ক মেলা। প্রযুক্তিপণ্য বিপণন ও তথ্যপ্রযুক্তি সেবাদানকারী প্রতিষ্ঠানগুলো মেলায় অংশ নেবে।
Source:http://www.prothom-alo.com/technology/