Daffodil International University

Faculty of Science and Information Technology => Science and Information => Topic started by: tasnuba.swe on November 25, 2015, 09:46:33 AM

Title: ডটকম সিস্টেমসে পিএমপি পরীক্ষার প্রস্তুতি বিষয়ক কোর্স
Post by: tasnuba.swe on November 25, 2015, 09:46:33 AM
প্রকল্প ব্যবস্থাপক বা প্রজেক্ট ম্যানেজারদের জন্য পিএমপি পরীক্ষার প্রস্তুতি কোর্সের আয়োজন করেছে তথ্যপ্রযুক্তি প্রশিক্ষণদাতা প্রতিষ্ঠান ডটকম সিস্টেমস। রাজধানীর সোনারগাঁও রোড এলাকায় অবস্থিত ডটকম সিস্টেমসের কার্যালয়ে ৪ ডিসেম্বর থেকে এই প্রস্তুতি কোর্স শুরু হবে।
পাঁচ সপ্তাহের এই কোর্সে প্রতি শুক্রবার সকাল ১০টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত ক্লাস রয়েছে।
ডটকম সিস্টেমসের বিজ্ঞপ্তিতে জানানো হয়, প্রস্তুতি কোর্সের মাধ্যমে প্রজেক্ট ম্যানেজমেন্ট সম্পর্কিত ধারণা, প্রজেক্ট ম্যানেজমেন্ট বিষয়ক অবকাঠামো, প্রকল্প বিষয়ক সময় ব্যবস্থাপনা, পিএমআই, পিএমপি পরীক্ষা বিষয়ক খুঁটিনাটি বিষয় শেখানো হবে। কোর্স পরিচালনা করবেন মোবাইল ফোন অপারেটর রবির মহাব্যবস্থাপক (ইপিএমও) মোহাম্মদ মোস্তাফিজুর রহমান।
পিএমপি বা প্রজেক্ট ম্যানেজমেন্ট প্রফেশনাল হিসেবে স্বীকৃতি দাতা একমাত্র আন্তর্জাতিক সংস্থা যুক্তরাষ্ট্রের প্রজেক্ট ম্যানেজমেন্ট ইনস্টিটিউট।

Source:http://www.prothom-alo.com/technology