Daffodil International University
Faculties and Departments => Faculty Sections => Departments => Topic started by: Nayeem Arch on November 29, 2015, 12:45:56 PM
-
আমার মনে হইছে আমাদের ভার্সিটিতে পড়া ছেলেমেয়েদের একটা বড় অংশ পড়াশোনা করে সিজিপিএ'র জন্য (সবখানেই ছাত্ররা সিজিপিএ'র জন্যই লেখাপড়া করে, এতে দোষের কিছু নাই) কিন্তু এক্সেলেন্সি নিয়ে কারো মাথা ব্যাথা নাই।
সেমিষ্টারের জিপিএ ভালো হলে স্কলারশিপ আছে, স্কলারশিপ পাইলে টাকা বাঁচে, টাকা বাচাইতে পারলে বাসায়+ভার্সিটিতে একটা সুনাম থাকে; এটাই অধিকাংশ ছেলের মনোভাব মনে হচ্ছে। অনেককেই বলতে শুনছি এই কোর্সে যেভাবেই হউক, এ পাইতে হবে নাহলে এইবার ৫০% মিস হয়ে যাবে। ভাইরে, তুমি যে কোর্সটা করতেছো ঐটা নিজের জন্য করতেছো, ৫০% এর জন্য না :(
আমি নিজেও অনেক কোর্স "করতে হবে, করতেছি" মনোভাব নিয়ে করছি, বিশেষ করে নন-ডিপার্টমেন্টগুলা (এই টার্মটাতেও অবশ্য অনেকের আপত্তি আছে!), তবে ভালো ছেলে যে দেখি নাই তা না। আমার আগের-পরের ব্যাচ মিলায়ে বেশ কিছু ছেলে দেখছি যারা আসলেই এক্সেলেন্সির জন্য পড়াশোনা করে। আমি নিজে যা হইতে পারি নাই, সেটা এ্যাটলিষ্ট কেউ চেষ্টা করতেছে হওয়ার, এটা দেখাও অনেক বড় ব্যাপার :)
আমাদের ফ্যাকাল্টি লিষ্ট ২/১টা বাদে দেশের বাকি সব প্রাইভেট ইউনি'র তুলনায় অনেক ভালো। তাই এক্সেলেন্সির ব্যাপারে ফ্যাকাল্টিদের কোনো কমতি নাই, থাকলে সেটা অবশ্যই ছাত্রদের। আর ফ্যাকাল্টিরা এক্সেলেন্ট বানাতে পারে না কাউকে, কেউ এক্সেলেন্ট হতে চাইলে হেল্প করতে পারে।
আমাদের ইউনি'র মোটো হইলো "Quest for excellence", Excellency কি আসলে আসতেছে নাকি সবই সিজিপিএ আর স্কলারশিপের কোয়েষ্ট? :(
ডিসক্লেইমারঃ কাউকে ছোট করার উদ্দেশ্যে এটা লেখা না, একান্তই আমার ব্যাক্তিগত মনোভাব সেজন্য নিজের দুর্বলতার কথাও স্বীকার করছি। কারো কোনো পয়েন্টে দ্বিমত থাকলে কমেন্ট করতে পারেন :)
more at_http://www.priyo.com/%E0%A6%B0%E0%A6%BE%E0%A6%AB%E0%A6%BF%E0%A6%89%E0%A6%B2-%E0%A6%B8%E0%A6%BE%E0%A6%AC%E0%A7%8D%E0%A6%AC%E0%A6%BF%E0%A6%B0/2013/03/08/12333.html
-
Nice post. Thanks for sharing.
-
:) thank u